AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: কেমন চলছে রাজ্যের প্রকল্পগুলির কাজ? খতিয়ে দেখতে এদের ঠিক করল নবান্ন

Kolkata: নবান্ন সূত্রে জানা গিয়েছে, 'আমাদের পাড়া আমাদের সমাধান','পথশ্রী'-সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। তাঁদের সময়ে-সময়ে বিভিন্ন জেলায় পরিদর্শনে যেতে হবে। শুধু তাই নয়, এই সকল আধিকারিকরা যে যে জেলায় পরিদর্শন করবেন, সেই সকল জেলার জেলা-শাসকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বলে জানানো হয়েছে।

Nabanna: কেমন চলছে রাজ্যের প্রকল্পগুলির কাজ? খতিয়ে দেখতে এদের ঠিক করল নবান্ন
নবান্নImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 27, 2026 | 11:19 PM
Share

কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি কেমন? তার তদারকিতে রাজ্যের বিভিন্ন জেলা ও এলাকায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব বণ্টন করল নবান্ন। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বস্তুত, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলায়-জেলায় ভোটের প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের হাতিয়ার হিসাবে মমতা সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে তুলে ধরছেন তাঁরা। জনসংযোগ করছেন এই প্রকল্পগুলির উদাহরণ টেনে। তাই সেই প্রকল্পের কাজ কেমন চলছে তাই এবার খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল নবান্ন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’,’পথশ্রী’-সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। তাঁদের সময়ে-সময়ে বিভিন্ন জেলায় পরিদর্শনে যেতে হবে। শুধু তাই নয়, এই সকল আধিকারিকরা যে যে জেলায় পরিদর্শন করবেন, সেই সকল জেলার জেলা-শাসকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বলে জানানো হয়েছে।

কোন-কোন আধিকারিক এই দায়িত্ব পেয়েছেন–

১)কলকাতা দক্ষিণের দায়িত্বে থাকছেন রাজেশ কুমার সিনহা ২)দক্ষিণ ২৪ পরগনায় ওঁকার সিং মীনা ৩)পশ্চিম বর্ধমানে বন্দনা যাদব ৪)মুর্শিদাবাদে পারভেজ আহমেদ সিদ্দিকি ৫)মালদহে চোটেন ডি লামা ৬)কলকাতা উত্তরের দায়িত্বে শান্তনু বসু ৭) নদিয়ায় ড. পি বি সালিম ৮)দার্জিলিং (শিলিগুড়ি বাদে) ৯)কালিম্পংয়ে ডক্টর সৌমিত্র মোহন ১০)বাঁকুড়ায় পি মোহানগান্ধী ১১)পুরুলিয়ায় সঞ্জয় বানসাল ১২) পূর্ব বর্ধমানে শুভাঞ্জন দাস ১৩) হুগলিতে অন্তরা আচার্য ১৪) হাওড়ায় শরদ কুমার দ্বিবেদী ১৫)উত্তর ২৪ পরগনায় ডক্টর পি উলগনাথন ১৬)পশ্চিম মেদিনীপুরে পবন কাদিয়ান ১৭)শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র ১৮)দক্ষিণ দিনাজপুরে চৈতালি চক্রবর্তী ১৯)পূর্ব মেদিনীপুরে ডক্টর রজত নন্দ ২০)কোচবিহারে বিধানচন্দ্র রায় ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ), ২১) বীরভূমে পূর্ণেন্দু কুমার মাঝি ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)জলপাইগুড়ি ২২)আলিপুরদুয়ারে সুনীল আগরওয়ালা ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ২৩)উত্তর দিনাজপুরে তানভীর আফজাল ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)