AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VC Recruitment: আরও ৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

Kolkata: রাজভবন সূত্রে খবর, 'বাবা সাহেব আম্বেদকর' বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অরুণাশিস গোস্বামী, 'উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে'-র নতুন উপাচার্য দেবব্রত বসু আর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে বসলেন দেবব্রত মিত্র। তবে রাজভবনের পছন্দের তিনজন উপাচার্য পদে যোগদান করলেও, শিক্ষা দফতরের পছন্দের পাঁচজন পেলেন না এখনো নিয়োগ।

VC Recruitment: আরও ৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
সিভি আনন্দ বোস, রাজ্যপালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 27, 2026 | 10:56 PM
Share

কলকাতা: দীর্ঘদিন ধরে রাজ্যে ফাঁকা ছিল সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসন। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য বাছতে তৈরি হয় কমিটি। সেই কমিটির বাছাইয়ে আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একমত হয় রাজভবন ও শিক্ষাদফতর। তবে তার মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় সুপ্রিম মান্যতা নিয়ে উপচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, ‘বাবা সাহেব আম্বেদকর’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অরুণাশিস গোস্বামী, ‘উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে’-র নতুন উপাচার্য দেবব্রত বসু আর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে বসলেন দেবব্রত মিত্র। তবে রাজভবনের পছন্দের তিনজন উপাচার্য পদে যোগদান করলেও, শিক্ষা দফতরের পছন্দের পাঁচজন পেলেন না এখনো নিয়োগ। আগেই ভিন্নমত থাকায় আটকে রয়েছে আরও তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ।

এখানে উল্লেখ্য, উপাচার্য নিয়ে মামলার সময় সম্প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে রাজ্য ও উপাচার্য  দুই পক্ষের আইনজীবীই জানিয়েছিলেন, আর মাত্র এগারোটিতে স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি। যার মধ্যে আটটিতে নিয়োগের ক্ষেত্রে দুই পক্ষই সহমত দিয়েছে। বাকি শুধু তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ, যে আটটি ক্ষেত্রে দুই পক্ষ সহমত হয়েছে, সেগুলির নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক। বাকি তিনটি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নাম ঠিক করার জন্য। পুরোনো প্যানেল থেকেই কাউকে বাছাই করা হবে নাকি নতুন প্রক্রিয়া চালু হবে তার সিদ্ধান্ত নেবে কমিটি। চার সপ্তাহের মধ্যে আদালতকে স্ট্যাটাস জানানোর নির্দেশ। তার আগেই নিয়োগ দেওয়া হল উপাচার্যদের।