EC on Nabanna: কেন ৩ রোল অবজারভারকে বদলি? নন্দিনীকে চিঠি দিল কমিশন
Nabanna: কমিশন চিঠিতে লিখেছে, ২৭ অক্টোবর ২০২৫-এর নির্দেশ মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট কোনও আধিকারিককে কমিশনের আগাম অনুমতি ছাড়া বদলি করা যাবে না। আর এই গোটা বিষয়টি দেখার কথা ছিল মুখ্যসচিবের। তবে রাজ্যের সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তিন জন ইলেক্টোরাল রোল অবজার্ভারকে বদলি করেছে। যা একদম ঠিক হয়নি।

কলকাতা: নবান্ন আর নির্বাচন কমিশনের সংঘাত আরও চড়ল। রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে কেন তিন রোল অবজারভারকে বদলি করা হল? প্রশ্ন তুলে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি নির্বাচন কমিশনের। অবিলম্বে বদলির এই নির্দেশ বাতিল করতে হবে। বুধবার বিকেল তিনটের মধ্যে দিতে হবে স্টেটাস রিপোর্ট। সময় বেঁধে কড়া চিঠি কমিশনের।
কমিশন চিঠিতে লিখেছে, ২৭ অক্টোবর ২০২৫-এর নির্দেশ মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট কোনও আধিকারিককে কমিশনের আগাম অনুমতি ছাড়া বদলি করা যাবে না। আর এই গোটা বিষয়টি দেখার কথা ছিল মুখ্যসচিবের। তবে রাজ্যের সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তিন জন ইলেক্টোরাল রোল অবজার্ভারকে বদলি করেছে। যা একদম ঠিক হয়নি।
কারা বদলি হয়েছেন?
স্মিতা পাণ্ডে (IAS) — পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম
অস্বিনী কুমার যাদব (IAS)-উত্তর ও দক্ষিণ দিনাজপুর
রণধীর কুমার (IAS) — উত্তর ২৪ পরগনা ও কলকাতা উত্তর
এই তিনজনের বদলির ক্ষেত্রে আগাম কোনও অনুমতি ছাড়াই রাজ্য বদলি করেছে যা কমিশনের নির্দেশ উলঙ্ঘন। সেই কারণেই চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিবকে। বুধবার বিকেলের মধ্যে সেই জবাব দিতে হবে নবান্নকে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন।
