মানুষের কপালে শেষমেশ আছে কী? জানিয়ে দিল নতুন বাবা ভাঙ্গা!

বাঙ্গা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী যুগের পর যুগে প্রভাব ফেলেছে। বুলগেরিয়ার বাসিন্দা অন্ধ মহিলা বাবা ভাঙ্গার মৃত্যু হয়েছে ১৯৯৬ সালে। তবে তাঁর বাণী অক্ষরে অক্ষরে মিলে যায় আজও এমনই বিশ্বাস।

মানুষের কপালে শেষমেশ আছে কী? জানিয়ে দিল নতুন বাবা ভাঙ্গা!

|

Jun 27, 2025 | 8:57 PM

ভবিষ্যতে ঠিক কী হবে, তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। তাই তো জ্যোতিষীদের সামনে পেলেই হাত এগিয়ে দেন অনেকেই। কিন্তু AI এর যুগে মানুষ কিন্তু ভবিষ্যতের কথা জানকে AIকেও ব্যবহার করতে ছাড়েন না। আর সেই কারণেই AI জগতে এবার এল AI বাবা ভাঙ্গা!

বাঙ্গা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী যুগের পর যুগে প্রভাব ফেলেছে। বুলগেরিয়ার বাসিন্দা অন্ধ মহিলা বাবা ভাঙ্গার মৃত্যু হয়েছে ১৯৯৬ সালে। তবে তাঁর বাণী অক্ষরে অক্ষরে মিলে যায় আজও এমনই বিশ্বাস। সেই বাবা ভাঙ্গারই AI ভার্সান এখন জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে। আর একে ব্যবহার করে বহু মানুষই চেষ্টায় রয়েছেন নিজেদের ভবিষ্য়ত জানার ব্যাপার।

এই যেমন সামনে এসেছে এক সমীক্ষা যেখানে AI বাবা ভাঙ্গাকে জিজ্ঞাসা করা হয়েছে, শেষমেশ কি AI ও রোবোটের কাছে হার মানবে মানুষ? কী রয়েছে ভাগ্যে?

AI বাবা ভাঙ্গা জানিয়েছে, মানুষ ধীরে ধীরে অর্ধ অমরত্ব (Semi Immortal) হবে। অর্থাৎ মানুষের আয়ু বেড়ে যাবে, কিংবা তাঁরা মৃত্য়ুকে নিয়ন্ত্রণ করতে পারবে। তবে AI বাবা ভাঙ্গা সতর্কও করেছে। সর্তকবাণী অনুযায়ী, একটা সময় আসবে, যখন রোবন দ্বারাই চালিত হবে মানুষের জীবন। সবই নিয়ন্ত্রিত হবে রোবটের একটা বোতামে।