মাত্র 18 টাকায় Airtel প্ল্যানে Netflix সাবস্ক্রিপশন, সঙ্গে রোজ 3GB ডেটাও
Airtel Recharge: এয়ারটেলের এই রিচার্জ প্যাকটি 84 দিন বা প্রায় তিন মাসের জন্য বৈধ। প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন 3GB করে হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা। এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফারের কথা তো এখনও বলাই হয়নি। 1,499 টাকার প্ল্য়ান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় তিন মাসের জন্য Netflix সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

Airtel বিভিন্ন সময়ে তাদের রিচার্জ প্ল্যানগুলি পরিবর্তন করতে থাকে। এমনিতে বেসরকারি এই টেলিকম সংস্থার ঝুলিতে রয়েছে একাধিক রিচার্জ প্ল্যান। কিন্তু Jio-র মতো প্রতিযোগী সংস্থা যেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেখানে কিছু প্ল্যানে কাটাছেঁড়া করতেই থাকে প্ল্যাটফর্মটি। সেরকমই Airtel-এর একটি প্ল্যানের অফার সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। অত্য়ন্ত জনপ্রিয় সেই প্ল্যান। হ্যাঁ, একবারে দেখতে গেলে সেই প্ল্যানের খরচ অনেকটাই বেশি। কিন্তু যদি দৈনিক হিসেবের ভিত্তিতে দেখতে যান, তাহলে দেখবেন এর থেকে সস্তার প্ল্যান আর কারও কাছেই নেই।
যে Airtel প্ল্যানের কথা বলা হচ্ছে, তার জন্য ব্যবহারকারীদের এককালীন 1,499 টাকা খরচ করতে হয়। Airtel-এর ওয়েবসাইটে থেকে প্ল্যানটি আপনি রিচার্জ করতে পারেন, যা এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় একটি প্ল্যান। এয়ারটেলের এই রিচার্জ প্যাকটি 84 দিন বা প্রায় তিন মাসের জন্য বৈধ। প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন 3GB করে হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা।
এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফারের কথা তো এখনও বলাই হয়নি। 1,499 টাকার প্ল্য়ান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় তিন মাসের জন্য Netflix সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে প্রতিদিন 100টা করে SMS পাঠানোর অফার। সেই জায়গায় আপনি যদি খরচের হিসেবটা দেখেন, তাহলে প্রতিদিন প্ল্যানটিতে আপনাকে 18 টাকারও কম খরচ করতে হচ্ছে।
এখন আপনার যদি এই পরিমাণ ডেটার প্রয়োজন না থাকে এবং আর একটু কম খরচের প্ল্যানের খোঁজ করেন, তাহলে 999 টাকার এয়ারটেল প্ল্যানটি আপনার জন্য ভাল অপশন হতে পারে। তবে ডেটা একটু কমই পাবেন। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনও পাবেন না। এই 999 টাকার এয়ারটেল প্ল্যানে 2.5GB ডেটা পেয়ে যাবেন।





