ভারতে আসছে Apex Legends গেমের মোবাইল ভার্সান, সম্ভবত মে মাসেই শুরু হবে বিটা টেস্টিং

Sohini chakrabarty |

Apr 21, 2021 | 4:44 PM

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছিল এই গেম। প্রথম থেকেই গেমারদের মধ্যে জনপ্রিয় হয়েছিল এই গেম। 

ভারতে আসছে Apex Legends গেমের মোবাইল ভার্সান, সম্ভবত মে মাসেই শুরু হবে বিটা টেস্টিং
ভারতের পাশাপাশি ফিলিপন্সেও কয়েক হাজার গেমারের ক্ষেত্রে এই গেমের মোবাইল ভার্সানের বিটা টেস্টিং করা হবে।

Follow Us

ভারতে আসতে চলেছে Apex Legends গেমের মোবাইল ভার্সান। তবে আপাত কেবল নির্দিষ্ট কিছু অঞ্চলে নির্দিষ্ট গেমারদের ক্ষেত্রে বিটা টেস্টিং হবে। যদি গুগল প্লে স্টোরে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, জনপ্রিয় এই গেম খুব আতড়াতড়ি মোবাইল ভার্সানে খেলা যাবে। শুধু তাই নয়, এই ফ্রি-টু-প্লে ব্যাটল রয়্যাল গেম এবার পিসি অর্থাৎ ডেস্কটপ এবং গেমিং কনসোলেও খেলা যাবে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছিল এই গেম। প্রথম থেকেই গেমারদের মধ্যে জনপ্রিয় হয়েছিল এই গেম।

তবে অনেকেই সেভাবে গেম খেলতে পারেননি কারণ মোবাইল ভার্সান চালু ছিল না। তবে এবার Apex Legends মোবাইলেও খেলা যাবে শুনে উচ্ছ্বসিত গেম প্রেমীরা। এই খুশির খবর প্রকাশ্যে এনেছে গেম নির্মাণ এবং পাবলিশ করা সংস্থা EA। প্রসঙ্গত ২০১৯ সালের মে মাসে এই সংস্থা জানিয়েছিল যে, অ্যানড্রয়েড এবং আইওএস ভার্সানে অর্থাৎ মোবাইলে তারা এই গেম লঞ্চ করতে চায়। তারপর অবশ্য প্রায় ২ বছর অপেক্ষা করতে হয়েছে ভিডিয়ো গেম প্রেমীদের। তবে শেষ পর্যন্ত সুখবর এসেছে।

ভারতের পাশাপাশি ফিলিপন্সেও কয়েক হাজার গেমারের ক্ষেত্রে এই গেমের মোবাইল ভার্সানের বিটা টেস্টিং করা হবে। নিজের ওয়েবসাইটে পোস্ট করে তেমনটাই জানিয়েছে EA সংস্থা। প্রথম ধাপে অ্যানড্রয়েড ভার্সানের জন্য বিটা টেস্টিং চলছে। সেটা সম্পূর্ণ হয়ে গেম চালু হলে আইওএস ভার্সানের দিকে নজর দেবে গেম নির্মাণ সংস্থা। ইতিমধ্যেই Apex Legends Mobile- এর জন্য একটি বিশেষ দলও তৈরি হয়ে গিয়েছে, যারা এর উপর কাজ করছে।

আরও পড়ুন- ডেস্কটপ ভার্সানে লঞ্চ হচ্ছে Days Gone ভিডিয়ো গেম, ভারতে শুরু প্রি-বুকিং, দেখুন ট্রেলর

প্রাথমিক ভাবে ভারত আর ফিলিপন্সে বিটা টেস্টিং হলেও আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশেও এই গেমের বিটা টেস্টিং করার পরিকল্পনা রয়েছে গেম নির্মাণ সংস্থার। অ্যানড্রয়েডের পাশাপাশি গেমের ক্ষেত্রে আইওএস সাপোর্টও জুড়বে। এই ব্যাটেল রয়্যাল গেমে গেমার যেভাবে ধাপে ধাপে এগোবেন সেভাবেই গেমের নতুন চরিত্রদের সঙ্গে তাঁর পরিচয় হবে। নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন চরিত্রের সঙ্গে আলাপ হবে গেমারের। সূত্রের খবর, সম্ভবত মে মাসেই শুরু হবে বিটা টেস্টিং।

Next Article