Fast Charging Network: নতুন করে ইলেকট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং পরিকাঠামো তৈরি করছে বেঙ্গালুরুর স্টার্টআপ Ather Energy

Ather Grid 2.0 চার্জিং নেটওয়ার্কে আগের চার্জিং নেটওয়ার্কের তুলনায় অনেক ভাল স্থায়িত্ব থাকবে বলে শোনা গিয়েছে। কোম্পানির দাবি নতুন জেনারেশনের চার্জিং নেটওয়ার্ক তৈরি করা হয়েছে অবক্ষয় সামলানোর জন্য।

Fast Charging Network: নতুন করে ইলেকট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং পরিকাঠামো তৈরি করছে বেঙ্গালুরুর স্টার্টআপ Ather Energy
বর্তমানে দেশের ২১টি শহরের ২১৫টি লোকেশনে রয়েছে Ather Grid charging network।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2021 | 6:18 PM

ইলেকট্রিক স্কুটার আগেই লঞ্চ করেছে বেঙ্গালুরুর স্টার্টআপ Ather Energy। এবার এই সংস্থা চালু করেছে তাদের নেক্সট জেনারেশনের ইলেকট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। এর নাম দেওয়া হয়েছে Ather Grid 2.0। সোমবার ৩১ অক্টোবর এই ঘোষণা করেছেন Ather Energy কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার নিউ জেনারেশন ফাস্ট চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কের সঙ্গে থাকবে উন্নত ও আধুনিক ফিচার। যেমন শোনা গিয়েছে, এই চার্জিং নেটওয়ার্কে থাকবে over-the-air (OTA) আপডেট।

ইতিমধ্যেই প্রথম পর্বের ফাস্ট চার্জিং নেটওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে বেঙ্গালুরু এবং চেন্নাইতে। দেশের অন্যান্য রাজ্যেও খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। প্রথম পর্যায়ের এই ইনস্টলিংয়ের কাজ চলাকালীনই পাওয়া গেল নতুন খবর। নতুন জেনারেশনের এবং দ্বিতীয় ফাস্ট চার্জিং নেটওয়ার্ক তৈরির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। শোনা গিয়েছে, নিউ জেনারেশনের পাবলিক চার্জিং নেটওয়ার্ক সংস্থা বর্তমান চার্জিং গ্রিডের তুলনায় আরও বেশি ফাস্ট চার্জিং পরিষেবা দেবে। এছাড়াও নতুন চার্জিং নেটওয়ার্কের অর্থাৎ Ather Grid 2.0- এর OTA আপডেট ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী এই সংস্থাকে নতুন ফিচার প্রকাশ্যে আনার এবং যেকোনও গ্রিডের bug দূর করার অনুমতি দেবে। মূলত রিয়েল টাইম হোক বা ভবিষ্যৎ, সবক্ষেত্রেই এই নিয়ম কার্যকরী হবে।

Ather Grid 2.0 চার্জিং নেটওয়ার্কে আগের চার্জিং নেটওয়ার্কের তুলনায় অনেক ভাল স্থায়িত্ব থাকবে বলে শোনা গিয়েছে। কোম্পানির দাবি নতুন জেনারেশনের চার্জিং নেটওয়ার্ক তৈরি করা হয়েছে অবক্ষয় সামলানোর জন্য। এছাড়াও যেসব এলাকায় চরম পরিবেশগত পরিস্থিতি দেখা যায় সেখানেও এই চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আগামী দিনে এর মডিউলার ডিজাইন বিভিন্ন রিমোট বা প্রত্যন্ত এলাকায় পরিষেবা স্থাপনে সক্ষম হবে। Ather Grid 2.0 চার্জিং নেটওয়ার্ক সবসময় সংযুক্ত থাকবে বলে দাবি করেছে সংস্থা। দেশের প্রায় সব শহরেই তৈরি হবে এই চার্জিং নেটওয়ার্ক। আর প্রতিটি চার্জিং লোকেশন একে অন্যের সঙ্গে যুক্ত থাকবে।

বেঙ্গালুরুর এই অটোমোবাইল সংস্থা বহুদিন ধরেই দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে নজরদারি চালিয়েছে। তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গিয়েছে। এরপর পর্যবেক্ষণ ছিল দেশের সবচেয়ে বড় electric vehicle public charging infrastructure- এর উপর। বিগত কয়েক বছর ধরে চেষ্টার ফলে ইতিমধ্যেই দু’চাকার ইলেকট্রিক যানের জন্য লার্জেস্ট ফাস্ট চার্জিং নেটওয়ার্ক তৈরি করেছে Ather Energy সংস্থা। বর্তমানে দেশের ২১টি শহরের ২১৫টি লোকেশনে রয়েছে Ather Grid charging network। ২০২২ সালের আর্থিক অর্থবর্ষের মধ্যে আরও ৫০০টি চার্জিং গ্রিড তৈরির লক্ষ্য রয়েছে Ather Energy সংস্থার। next-gen Ather Grid 2.0 ইন্সটলেশনের মাধ্যমেই এই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত যেকোনও সংস্থার ইলেকট্রিক গাড়ি (দু’চাকা এবং চারচাকা) চার্জ দেওয়া যাবে, তাও আবার বিনামূল্যে।

আরও পড়ুন- Latin NCAP Crash Test: ফের ক্র্যাশ টেস্টে জিরো স্কোর! মারুতি সুজুকি সুইফটের পর এবার ব্যালেনো