মাইলেজের রাজা Bajaj Platina 100 বাড়ি নিয়ে আসুন মাত্র 9,000 টাকায়, অফার মিস করা যাবে না!
Bajaj Platina 100 আপনি ফাইন্যান্সে ক্রয় করতে পারেন। তার জন্য আপনাকে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে, সেই সব তথ্যঠ জেনে নিন।
Bajaj Platina 100 Offer: একদিকে কম দাম। আর একদিকে মাইলেজও দুর্দান্ত। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে Bajaj Platina বিক্রিবাট্টার নিরিখে জনপ্রিয়তা ধরে রেখেছে। তবে আপনি এবার এই বাইকটি আপনার চিন্তারও কম খরচে বাড়ি নিয়ে আসতে পারেন। Bajaj Platina 100 আপনি ফাইন্যান্সে ক্রয় করতে পারেন। তার জন্য আপনাকে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে, সেই সব তথ্যঠ জেনে নিন।
Bajaj Platina 100: সেরার সেরা মাইলেজ
Bajaj এই বাইক নিয়ে আসার সময়ই জানিয়েছিল যে, সেরার সেরা মাইলজ দিতে পারবে Platina 100। হয়েছিলও তাই। বাজাজ প্লাটিনার মাইলেজ নিয়ে চালকদের কোনও অভিযোগ নেই। Bajaj Platina 100 বাইকটি প্রতি লিটারে 0-100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এছাড়াও বাইকটি ওজনে খুবই হাল্কা। এই সব কারণের জন্য সে এই সেগমেন্টের বাজার বহু বছর ধরে দখল করে রেখেছে।
Bajaj Platina 100: কত দাম, ডাউন পেমেন্ট কত করতে হবে
Bajaj Platina 100-র বেস মডেলের দাম শুরু হচ্ছে 64,653 টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে। বাইকটির অনরোড প্রাইস 78,652 টাকা। অর্থাৎ একবারে এই বাইকটি ক্রয় করতে আপনার বাজেট 79,000 টাকা হতে হবে। এই দাম অনেকের ক্ষেত্রেই একবারে পেমেন্ট করা সমস্যার হয়ে দাঁড়ায়। তাই, আপনি যদি একবারে 79,000 টাকা খরচ করতে না পারেন, তাহলে মাত্র 9,000 টাকা ডাউন পেমেন্টে করেই বাইকটি বাড়ি নিয়ে আসতে পারেন।
EMI কত দিতে হবে, সুদের হারই বা কত
আপনি যদি Bajaj Platina 100 কিনতে চান, তাহলে 9,000 টাকা খরচ করলেই আপনি বাইকটি বাড়ি নিয়ে আসতে পারবেন। এরপর আপনাকে আর 69,652 টাকা দিয়ে বাইকের পুরো দামটা মেটাতে হবে। আর সেই টাকা আপনাকে প্রতি মাসে EMI হিসেবে শোধ করতে হবে। 9.7 শতাংশ সুদের হারে এই বাইকের বাকি টাকা শোধ করতে হবে আপনাকে। ফাইন্যান্স একবার অনুমোদিত হওয়ার পর প্রথমে আপনি 9,000 টাকা ডাউন পেমেন্ট দিলেন। তার পরবর্তী 36 মাস পর্যন্ত প্রতি মাসে আপনাকে EMI হিসেবে 2,238 টাকা খরচ করতে হবে।
Bajaj Platina 100: কুল ইঞ্জিন
Bajaj Platina 100 বাইকে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার 102cc ইঞ্জিন। এই ইঞ্জিনটি 7.9 PS শক্তি এবং 8.3 Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনের সঙ্গে একটি 4 স্পিড গিয়ারবক্স যোগ করা হয়েছে।