Hero Vida V1 ই-স্কুটারের 25,000 টাকা দাম কমানো হল, এখন 1.20 লাখ টাকাতেই কিনতে পারবেন

Hero Vida V1 এবং V1 Pro ইলেকট্রিক স্কুটার দুটির দাম এই মুহূর্তে 1.20 লাখ ও 1.40 লাখ টাকা। এদের মধ্যে Vida V1-এর দাম কমছে 25,000 টাকা এবং V1 Pro-এর দাম 19,000 টাকা কমানো হচ্ছে। বিভিন্ন রাজ্যের ভর্তুকির পর গাড়ি দুটির দাম আরও কমতে পারে।

Hero Vida V1 ই-স্কুটারের 25,000 টাকা দাম কমানো হল, এখন 1.20 লাখ টাকাতেই কিনতে পারবেন
দাম কমল Her Vida ইলেকট্রিক স্কুটারের।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 4:17 PM

Hero তার দুই ইলেকট্রিক স্কুটারেরই দাম কমিয়েছে। Hero Vida V1 এবং V1 Pro ইলেকট্রিক স্কুটার দুটির দাম এই মুহূর্তে 1.20 লাখ ও 1.40 লাখ টাকা। এদের মধ্যে Vida V1-এর দাম কমছে 25,000 টাকা এবং V1 Pro-এর দাম 19,000 টাকা কমানো হচ্ছে। বিভিন্ন রাজ্যের ভর্তুকির পর গাড়ি দুটির দাম আরও কমতে পারে। এই দাম এক্স শোরুমের এবং তার মধ্যেই FAME II ভর্তুকি ও পোর্টেবল চার্জারও অন্তর্ভুক্ত রয়েছে।

2022 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল স্কুটার দুটি। সে সময় V1-এর দাম ছিল 1.45 লাখ টাকা এবং V1 Pro-র দাম 1.59 লাখ টাকা। লঞ্চের আগে স্কুটার দুটির যে দাম মনে করা হচ্ছিল, পরে যখন লঞ্চ করে সেই তুলনায় তাদের দাম অনেকটাই বেশি রাখা হয়। পরবর্তীতে দুটি স্কুটারের দামই এক ধাপে কমানো হয়। আর এখন এই দাম কমার ফলে Hero Vida V1 এবং V1 Pro আগের থেকে আরও বেশি কাস্টমার স্কুটার দুটি কিনতে আগ্রহ প্রকাশ করবেন। তবে বিভিন্ন রাজ্যে ভর্তুকির ফলে স্কুটারগুলির দাম আশ্চর্যজনক ভাবে কম হতে পারে। উদাহরণস্বরূপ, গুজরাতে ভর্তুকির পরে Vida V1-এর দাম 99,000 টাকা এবং V1 Pro-র দাম 1.20 লাখ টাকা।

এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দাম কমানো হল? সম্প্রতি Hero Vida-র প্রতিযোগী ইলেকট্রিক স্কুটারগুলি যেমন Ather 450X, Ola S1 এবং S1 Pro-র দাম কমানো হয়েছে। সেই প্রতিযোগিতার দিকটা মাথায় রেখেই Hero-ও তাদের ইলেকট্রিক স্কুটারগুলির দাম কমিয়েছে।

Hero Vida-র ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করার মতো তা হল, এই সেগমেন্টের একমাত্র ই-স্কুটার Vida V1 যাতে রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। রিমুভেবল বা সোয়্যাপেবল ব্যাটারির ক্ষেত্রে সবথেকে সুবিধার বিষয়টি হল, স্কুটার চার্জ করতে আপনাকে সমগ্র স্কুটারটিকে চার্জিং পয়েন্টের কাছে নিয়ে যেতে হবে না। কেবল ব্যাটারিটিকেই আপনি নির্দিষ্ট চার্জিং পয়েন্টের কাছে নিয়ে গিয়ে চার্জ দিতে পারবেন। তা সে ফিক্সড চার্জার হোক বা পার্কিং লটে হোম চার্জারই থাকুক, সবেতেই আপনি চার্জ দিতে পারবেন।

Vida V1 Plus ই-স্কুটারে রয়েছে 3.44kWh ব্যাটারি, যা এক চার্জে 143 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। অন্য দিকে V1 Pro স্কুটারে রয়েছে আর একটু বড় 3.94kWh ব্যাটারি, যা এক চার্জে 165km রেঞ্জ দিতে পারবে। দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে একই ইলেকট্রিক মোটর, যা 6kW পিক পাওয়ার এবং সর্বাধিক 80kph পর্যন্ত সর্বাধিক স্পিড দিতে পারে।

দাম কমানোর পাশাপাশি Vida তাদের ব্যবসা দেশের আরও একাধিক শহরে সম্প্রসারণের চিন্তাভাবনা করছে। এই মুহূর্তে সংস্থাটি দিল্লি, জয়পুর এবং বেঙ্গালুরুতে তাদের ইলেকট্রিক স্কুটারগুলি বিক্রি করে। পরবর্তীতে পুণে, অহমদাবাদ, নাগপুর, নাসিক, হায়দরাবাদ, চেন্নাই, কালিকট এবং কোচিতে তাদের স্কুটার বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।