Car Launch November 2021: চলতি বছর নভেম্বরেই ভারতে আসছে এইসব চোখ ধাঁধানো গাড়ি, রইল তালিকা

চটজলদি দেখে নেওয়া যাক, উৎসবের মরশুমে দীপাবলি উপলক্ষ্যে কোন কোন গাড়ি লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছে। 

Car Launch November 2021: চলতি বছর নভেম্বরেই ভারতে আসছে এইসব চোখ ধাঁধানো গাড়ি, রইল তালিকা
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 9:28 PM

ফেস্টিভ সিজন অর্থাৎ উৎসবের মরশুমকেই গাড়ি লঞ্চের জন্য বেছে নেয় বিভিন্ন অটোমোবাইল কোম্পানি। চলতি বছরও তার অন্যথা হয়নি। নভেম্বর মাসের দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে একগুচ্ছ গাড়ি লঞ্চের পরিকল্পনা রয়েছে দেশের নামিদামি বিভিন্ন অটোমোবাইল সংস্থার। চটজলদি দেখে নেওয়া যাক, উৎসবের মরশুমে দীপাবলি উপলক্ষ্যে কোন কোন গাড়ি লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছে।

নিউ জেনারেশন মারুতি সুজুকি সিলেরিও- আগামী ১০ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকির নতুন সিলেরিও গাড়ি। আগের মডেলের তুলনায় এই গাড়ি আকার আয়তনে বড় হবে বলে মনে করা হচ্ছে। দুটো পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। তার মধ্যে একটি ১ লিটারের। আর অন্যটি ১.২ লিটারের। এক লিটারের পেট্রোল ইঞ্জিনের সাহায্যে ৬৭bhp এবং ৯১Nm of torque শক্তি উৎপন্ন হবে। আর ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিনের সাহায্যে ৮২bhp এবং ১১৩Nm of torque শক্তি উৎপন্ন হবে।

মার্সিডিজ এএমজি এ৪৫ এস- ভারতে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে জার্মান অটোমোবাইল কোম্পানি মার্সিডিজ বেঞ্জ। বিলাসবহুল গাড়ি তৈরির এই কোম্পানি আগামী ১৭ নভেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ির মডেল AMG A45 S MATIC। এখানে রয়েছে একটি ২ লিটারের ৪ সিলিন্ডার যুক্ত টার্বোচার্জড ইঞ্জিন। এর সাহায্যে ৪১৬bhp এবং ৫০০Nm of torque শক্তি উৎপন্ন হতে পারে। এই ইঞ্জিনের সাহায্যে গাড়ি শূন্য অর্থাৎ একদম থেমে থাকা অবস্থার পর ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তোলে মাত্র ৩.৯ সেকেন্ডে।

স্কোডা স্লাভিয়া- ১৮ নভেম্বর ভারতে লঞ্চ হবে স্কোডা অটোমোবাইল সংস্থার নতুন স্লাভিয়া মিড-সাইড সেডান। স্কোডা র‍্যাপিড মডেলের তুলনায় এই নতুন সেডানের দাম বেশি হবে বলে মনে করা হচ্ছে। দুটো পেট্রোল ইঞ্জিন থাকবে এই গাড়িতে। এর মধ্যে একটি এক লিটারের তিন সিলিন্ডার যুক্ত TSI পেট্রোল ইঞ্জিন, যার সাহায্যে ১১৫bhp শক্তি উৎপন্ন হবে। অন্যটি হল ১.৫ লিটারের চার সিলিন্ডার যুক্ত TSI পেট্রোল ইঞ্জিন, যার সাহায্যে ১৪৮bhp শক্তি উৎপন্ন হবে।

অডি কিউ৫ ফেসলিফট- জার্মান অটোমোবাইল সংস্থা অডি তাদের নতুন কিউ৫ ফেসলিফট এসইউভি গাড়ির উৎপাদন শুরু করেছে সম্প্রতি। শোনা যাচ্ছে নভেম্বরেই এই গাড়ির দাম ঘোষণা হতে পারে। প্রিমিয়াম প্লাস এবং টেকনোলজি— এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে অডি কিউ৫ ফেসলিফট এসইউভি। একটি ২ লিটারের চার সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন থাকতে পারে এই গাড়িতে, যার সাহায্যে ২৪৯bhp এবং ৩৭০Nm of torque শক্তি উৎপন্ন হবে।

Porsche Taycan- নভেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে Porsche অটোমোবাইল কোম্পানির ফুল ইলেকট্রিক গাড়ি Taycan। এই প্রথম ভারতে এমন গাড়ি লঞ্চ হবে। চারটি ভ্যারিয়েন্ট এবং দুটো ভিন্ন ব্যাটারি সাইজ থাকবে এই গাড়িতে। Porsche  সংস্থা আসন্ন Taycan গাড়ি বিশ্বের অন্যতম দ্রুততম ইলেকট্রিক গাড়ি।

আরও পড়ুন- Ola Electric Scooter: নতুন করে ই-স্কুটার বুকিংয়ের দিন পিছিয়ে দিল ওলা ইলেকট্রিক