AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ola Electric Scooter: নতুন করে ই-স্কুটার বুকিংয়ের দিন পিছিয়ে দিল ওলা ইলেকট্রিক

পয়লা নভেম্বর বুকিং শুরুর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পরিবর্তন করে ওলা ইলেকট্রিক সংস্থা। শোনা গিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ফের ই-স্কুটারের বুকিং শুরু হবে।

Ola Electric Scooter: নতুন করে ই-স্কুটার বুকিংয়ের দিন পিছিয়ে দিল ওলা ইলেকট্রিক
এস১ এবং এস১ প্রো, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার।
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 4:17 PM
Share

ওলা ইলেকট্রিকের ই-স্কুটার কেনার জন্য এবার গ্রাহকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কারণ জানা গিয়েছে, নভেম্বর মাসে এই সংস্থা তাদের পারচেজ উইন্ডো খুলছে না। তার বদলে ডিসেম্বর মাসে নতুন করে খুলবে ওলার পারচেজ উইন্ডো। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ফের ওলার ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন গ্রাহকরা। প্রসঙ্গত উল্লেখ্য পয়লা নভেম্বর থেকে ওলার ইলেকট্রিক স্কুটার নতুন করে বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে সংস্থা। রবিবার ৩১ অক্টোবর ওলা ইলেকট্রিকের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে বর্তমানে তাদের কাছে যা অর্ডার এসেছে সেইসবের ডেলিভারির করতেই ব্যস্ত রয়েছে সংস্থা। তাই এখন নতুন করে গাড়ি বিক্রি শুরু হলে চাপ আরও বাড়বে। সেই জন্যই আপাতত বন্ধ রাখা হচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম পর্যায়ে নজিরবিহীন চাহিদা দেখা গিয়েছে ওলা ইলেকট্রিকের এস১ এবং এস১ প্রো ই-স্কুটারের। ভারতের প্রায় এক হাজার শহর থেকে ওলার ইলেকট্রিক স্কুটারের বুকিং হয়েছে। তাই এত চাপের ভিড়ে অতিরিক্ত চাপ নিতে চায় না এই অটোমোবাইল সংস্থা। সেই জন্যই পয়লা নভেম্বরের বদলে আগামী ১৬ ডিসেম্বর নতুন করে শুরু করে ওলার ইলেকট্রিক স্কুটারের বিক্রি। এর পাশাপাশি ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ এও জানিয়েছেন যে, আগামী সপ্তাহে টেস্ট রাইডের জন্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা। ভারতে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে প্রায় ৫০০ একর জমি নিয়ে সুবিশাল কারখানা নির্মাণ করেছে ওলা ইলেকট্রিক সংস্থা। সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে এই কারখানা। বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক দু’চাকার যান নির্মাণের কারখানা ওলার এই ফিউচার ফ্যাক্টরি।

গত ১৫ অগস্ট ভারতে এস১ এবং এস প্রো, এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল ওলার ইলেকট্রিক স্কুটার। তারপর বিভিন্ন পর্যায়ে চলেছে বুকিং। নভেম্বর মাস থেকেই ওলার ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে। তার আগে চলবে টেস্ট রাইডও। পরিসংখ্যান অনুসারে, ভারতে এস১- এর তুলনায় বেশি দামের এস১ প্রো ভ্যারিয়েন্টের ওলা ই-স্কুটারের চাহিদা বেশি বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ওলা সংস্থা এস১ এবং এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের ফাইনাল পেমেন্ট করার জন্য সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, দিওয়ালির পরেই ওলার ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড শুরু হবে। সম্ভবত ১০ নভেম্বর থেকে ওলা ইলেকট্রিক তাদের ই-স্কুটারের টেস্ট রাইড শুরু করবে। টেস্ট রাইড শুরু করার বিষয়ে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ জানিয়েছেন, চাইলে গ্রাহকরা আগে টেস্ট রাইড নেবেন এবং তারপর পেমেন্টের বাকি টাকা দেবেন।

আরও পড়ুন- Fast Charging Network: নতুন করে ইলেকট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং পরিকাঠামো তৈরি করছে বেঙ্গালুরুর স্টার্টআপ Ather Energy