Tesla In India: ভারতে জাঁকিয়ে বসছে বিশ্বখ্যাত Tesla, শুরুতে একেবারে সস্তায় মিলবে গাড়ি

Nov 25, 2023 | 3:14 PM

Tesla Car Price In India: 20 লাখ টাকার নিচে টেসলা গাড়ি আসতে চলেছে ভারতে। তবে গাড়ি কেনার তাড়াহুড়ো থাকলে এই গাড়িটি কিনতে পারবেন না। কারণ 2026 সালে ভারতে লঞ্চ করা হতে পারে গাড়িটি। অর্থাৎ কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। Tesla Model 3, Tesla Model Y- আসতে পারে ভারতের বাজারে। যার দাম মোটামুটি 60 লক্ষ টাকার আসপাশে থাকতে পারে।

Tesla In India: ভারতে জাঁকিয়ে বসছে বিশ্বখ্যাত Tesla, শুরুতে একেবারে সস্তায় মিলবে গাড়ি

Follow Us

নতুন গাড়ি কিনবেন ভাবছেন? বাজেট আছে 20 লাখ টাকা? টেসলা কিনে নিতেই পারেন। শুনেই চমকে গেলেন তো? ভাবছেন ভারতে থেকে টেসলা কোথা থেকে কিনবেন, তাও আবার মাত্র 20 লক্ষ টাকায়! এমনটা আদতেই হবে। 20 লাখ টাকার নিচে টেসলা গাড়ি আসতে চলেছে ভারতে। তবে গাড়ি কেনার তাড়াহুড়ো থাকলে এই গাড়িটি কিনতে পারবেন না। কারণ 2026 সালে ভারতে লঞ্চ করা হতে পারে গাড়িটি। অর্থাৎ কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। Tesla Model 3, Tesla Model Y- আসতে পারে ভারতের বাজারে। যার দাম মোটামুটি 60 লক্ষ টাকার আসপাশে থাকতে পারে। তবে এতে করের ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে। তখন গাড়ির দাম বেশ কিছুটা কমে যাবে। তাই 20 লক্ষ টাকার নিচে Tesla কিনতে চান তবে আপনাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

শীঘ্রই বিক্রি শুরু হবে…

সবচেয়ে সস্তা মডেল Tesla 3 হল একটি বিলাসবহুল গাড়ি, যা প্রিমিয়াম সেডান হিসাবে বাজারে আসে এবং এর দাম 20 লক্ষ টাকার নিচে হবে না। অতএব, আশা করা হচ্ছে যে মডেল Y এবং 3 হবে টেসলার লাইনআপের ফ্ল্যাগশিপ গাড়ি এবং তাদের বিক্রয় আগামী বছর অর্থাৎ 2024 সালে ভারতে শুরু হবে।

2026 সালের মধ্যে আসবে…

এই মুহূর্তে সবচেয়ে বড় আকর্ষণ হল ভারতে তৈরি টেসলা গাড়ি, যেগুলি 2026 সালে বাজারে আসতে পারে এবং যার দাম প্রায় 20 লক্ষ টাকা হতে পারে। আসতে বেশ কিছু বছর সময় নিলেও দেওয়া হবে দুর্দান্ত সব ফিচার ও স্পসিফিকেশন। তবে মনে একটি সাধারণ প্রশ্ন আসতেই পারে আপনার, যে ভারতে এই গাড়িটির দাম এত কম কেন হবে? কারণ হল লোকালাইজেশন (Localisation)। অর্থাৎ ভারতে তৈরির কারণে দাম কমবে, এমনটাই বলা যেতে পারে। তবে সেই মডেল তৈরি হতে দীর্ঘ সময় লাগবে। মডেলের নাম হতে পারে Tesla Model 2, যা টেসলা মডেল থ্রি-এর নিচের সেগমেন্টে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Next Article