চুল থাকবে অক্ষত, কম দামে চারটি বাছাই করা হেয়ার ড্রায়ারের হালহদিশ

Nov 24, 2020 | 8:29 AM

TV9 বাংলা ডিজিটাল: কম সময়ে চুল শুকানোর অন্যতম অবলম্বন হেয়ার ড্রায়ার (Hair Dryer)। কিন্তু অত্যধিক হেয়ার ড্রায়ারের ব্যবহার ক্ষতি করতে পারে আপনার চুলের। উন্নত মানের ফিচার না থাকলে কম দিনেই রুক্ষ হয়ে যেতে পারে চুল, পড়তে পারে টাক। কোনটি কিনবেন আর কোনটি কিনবেন না তা নিয়ে সন্দিহান? জেনে নিন, কম দামে চারটি বাছাই করা হেয়ার […]

চুল থাকবে অক্ষত, কম দামে চারটি বাছাই করা হেয়ার ড্রায়ারের হালহদিশ
কোনটি কিনবেন আর কোনটি কিনবেন না তা নিয়ে সন্দিহান?

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: কম সময়ে চুল শুকানোর অন্যতম অবলম্বন হেয়ার ড্রায়ার (Hair Dryer)। কিন্তু অত্যধিক হেয়ার ড্রায়ারের ব্যবহার ক্ষতি করতে পারে আপনার চুলের। উন্নত মানের ফিচার না থাকলে কম দিনেই রুক্ষ হয়ে যেতে পারে চুল, পড়তে পারে টাক। কোনটি কিনবেন আর কোনটি কিনবেন না তা নিয়ে সন্দিহান? জেনে নিন, কম দামে চারটি বাছাই করা হেয়ার ড্রায়ারের হালহদিশ…

প্যানাসোনিক ইএইচ- এনডি ১১ এ (Panasonic EH-ND11A Hair Dryer)
এটি একটি ১০০০ ওয়াটের হেয়ার ড্রায়ার। রয়েছে টারবো ড্রাই ফিচারও। থাকছে কুল এয়ারের সুবিধেও। প্যানাসোনিক থেকে পাবেন দু’বছরের ওয়ারান্টিও। দাম ৬৮৫টাকা। তবে চাহিদা ভেদে দামের তারতম্য হতে পারে। তবে এই হেয়ার ড্রায়ারের প্রধান সমস্যা হল এতে কুল এয়ারের সুবিধে থাকলেও তা নিয়ন্ত্রণ করার সুবিধে নেই।

ফিলিপ্স এইচপি ৮১২০/০০ (Philips HP8120/00 Hair Dryer)
স্টাইলিস্টের পছন্দের তালিকায় রয়েছে ফিলিপ্সের এই হেয়ার ড্রায়ারটি। এটি ফ্লেক্সিবল। বহন করতেও সুবিধে। এটি ১২০০ ওয়াটের হেয়ার ড্রায়ার। রয়েছে সেটিংস সহ কুল এয়ারের সুবিধেও। এই হেয়ার ড্রায়ারটি আপনার চুলের আর্দ্র ভাব বজায় রাখে। দাম ৯০০টাকা। তবে প্রয়োজনীয়তার নিরিখে দামের হেরফের হতে পারে।

অ্যাগারো এইচ ডি ১২১৪ (AGARO HD-1214)
দেখতে স্টাইলিশ। হাতল গোটানো যায় বলে যেখানে খুশি বহন করা যায় সহজেই। এটি একটি ১৪০০ ওয়াটের হেয়ার ড্রায়ার যাতে রয়েছে ওভারহিট প্রোটেকশন ফিচার যা চুলকে রক্ষা করতে সহায়তা করে। দাম ৮৫০টাকা। তবে চাহিদা অনুযায়ী দামের তারতম্য হতে পারে।

সিসকা এইচ ডি ১৬০০ (Syska HD1600)
এই হেয়ার ড্রায়ারটি ১০০০ ওয়াটের। যদি জেল্লাদার চুল পেতে চান, তবে এই হেয়ার ড্রায়ারটি আপনার জন্য একেবারে আদর্শ। এতেও রয়েছে প্রোটেকশন ফিচার। ওজনেও বেশ হাল্কা হওয়ায় ঘুরতে যাওয়ার সময় এটি সহজেই হ্যান্ড ব্যাগে নিয়ে যেতে পারবেন। দাম ৬০০ টাকার আশেপাশে। তবে প্রয়োজনীয়তার নিরিখে দামের হেরফের ঘটতে পারে।

 

 

Next Article