ভারতে আসছে বিএমডব্লিউ- এর নতুন বাইক M 1000 RR, রিলিজ হয়েছে টিজার, কত দাম এই বাইকের?

Sohini chakrabarty |

Mar 24, 2021 | 7:49 PM

অনুমান করা হচ্ছে চলতি বছর এপ্রিলেই লঞ্চ হবে এই বাইক। তবে লিমিটেড ইউনিটের উপর থাকবে ছাড়।

ভারতে আসছে বিএমডব্লিউ- এর নতুন বাইক M 1000 RR, রিলিজ হয়েছে টিজার, কত দাম এই বাইকের?
বাইকের দাম ৪০ লক্ষ টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে (এক্স শোরুম ইন্ডিয়া)। 

Follow Us

ভারতে লঞ্চ হতে চলেছে BMW M 1000 RR। ইতিমধ্যেই টুইটারে প্রকাশ পেয়েছে টিজার। খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এই অত্যাধুনিক বাইক। কিছুদিন আগেই BMW S 1000 RR লঞ্চ হয়েছিল। এবার ‘M Performance’ ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, এই বাইক BMW S 1000 RR- এর তুলনায় অনেক হাল্কা এবং দ্রুত গতির বাইক হতে চলেছে। এই প্রথম বাইকের ক্ষেত্রে BMW কর্তৃপক্ষ ‘M treatment’ আনতে চলেছে। সাধারণত, গাড়ির ক্ষেত্রেই এই M treatment ব্যবহার করা হয়।

এই বাইকের বিভিন্ন ফিচার-

১। BMW- এর এই বাইকে রয়েছে, ৯৯৯ সিসি-র চার-সিলিন্ডারের ইঞ্জিন। সেই ইঞ্জিনে রয়েছে lighter con-rods, rocker arms, pistons, valvetrain এইসমস্ত ফিচার রয়েছে। এই ইঞ্জিন 209 bhp এবং 113 Nm পিক টর্ক দিতে পারে। এছাড়াও এই ইঞ্জিনে রয়েছে Akrapovic Titanium system, যা ‘S’ ভ্যারিয়েন্টের থেকে ৩.৭ কেজি হাল্কা।

২। এই বাইকের ইনটেক পোর্ট পুরোটাই মেশিন সম্মত এবং ডাক্ট জিওমেট্রি নিয়ে রি-ওয়ার্কড করা হয়েছে। এছাড়াও রয়েছে carbon-fibre winglets। এর সাহায্যে সামনের চাকায় ‘সলিড ডাউনফোর্স’ জেনারেট করা সম্ভব। চাকায় ভাল গ্রিপ পাওয়ার জন্য এবং প্রবল গতিতে বাইক চালানোর জন্য এই ফিচার কাজে লাগে।

৩। মূলত ‘ট্র্যাক ওয়েপন’ হিসেবে এই মোটরসাইকেল লঞ্চ হতে চলেছে। ইলেকট্রনিক্স- এর দিক থেকে দেখা গিয়েছে BMW M 1000 RR বাইকে রয়েছে race pro riding mode। তার সঙ্গেই রয়েছে লেটেস্ট জেনারেশনের 6-axis IMU box। এই ফিচারের সাহায্যে বাইক চালক ট্র্যাকশন কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি হুইল কন্ট্রোল এবং ইঞ্জিন ব্রেকিংয়ের ক্ষেত্রেও এই ফিচার কাজে লাগবে।

৪। এই বাইকে রয়েছে M brakes এবং M carbon হুইল রয়েছে। সেই সঙ্গে থাকছে M Competition প্যাকেজ। অনুমান করা হচ্ছে চলতি বছর এপ্রিলেই লঞ্চ হবে এই বাইক। তবে লিমিটেড ইউনিটের উপর থাকবে ছাড়। বাইকের দাম ৪০ লক্ষ টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে (এক্স শোরুম ইন্ডিয়া)।

Next Article