ডেস্কটপ ভার্সানে লঞ্চ হচ্ছে Days Gone ভিডিয়ো গেম, ভারতে শুরু প্রি-বুকিং, দেখুন ট্রেলর

Sohini chakrabarty |

Apr 20, 2021 | 6:50 PM

ইউটিউবের ৩৪ সেকেন্ডের ট্রেলরই বলে দিচ্ছে যে Days Gone গেমের পিসি ভার্সান একদম জমজমাট হতে চলেছে। থাকবে ভরপুর অ্যাকশন সিক্যুয়েন্স।

Follow Us

গেমারদের কাছে সবসময়ই খুব জনপ্রিয় Days Gone ভিডিয়ো গেম। এবার ডেস্কটপ বা পিসি ভার্সানে আসছে এই গেম। ১৮ মে থেকে এই গেম খেলতে পারবেন গেমাররা। ইতিমধ্যেই প্রিবুকিং শুরু হয়েছে ভারতে। রিলিজ হয়েছে গেমের ট্রেলরও। ঝাঁচকচকে এইচডি ট্রেলর দেখে মুগ্ধ হয়েছেন গেমাররা। সোনির তরফে এই সুখবর প্রকাশ্যে আনা হয়েছে সম্প্রতি।

নতুন Days Gone গেমপ্লে- র ক্ষেত্রে গেমপ্ল্যানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ফিচার যুক্ত হয়েছে খেলায়। ট্রেলরে দেখা গিয়েছে, পাহাড়ি জায়গা আর জঙ্গলের মধ্যে রয়েছে দুর্ধষ অ্যাকশন সিন। Days Gone গেমের নির্মাতা ‘বেন্ড স্টুডিয়ো’ জানিয়েছে এতদিন শুধু প্লেস্টেশনে এই গেম খেলা যেত। তবে এবার পিসি ভার্সানেও আসছে Days Gone গেম। তাই কিছু এক্সক্লুসিভ ফিচার যুক্ত হয়েছে খেলার মধ্যে। বেন্ড স্টুডিয়ো জানিয়েছে, আগামী দিনে প্লেস্টেশনে খেলা যায় এমন আরও অনেক গেমের ডেস্কটপ অর্থাৎ পিসি ভার্সান রিলিজ করবে তারা।

ইউটিউবের ৩৪ সেকেন্ডের ট্রেলরই বলে দিচ্ছে যে Days Gone গেমের পিসি ভার্সান একদম জমজমাট হতে চলেছে। থাকবে ভরপুর অ্যাকশন সিক্যুয়েন্স। আলট্রা ওয়াইড মনিটরের জন্য এই গেম তৈরি করা হয়েছে। ঝকঝকে এই গেম পুরোটাই রয়েছে এইচডি রেসোলিউশনে। ভারতে এই গেমের দাম ২৯৯৯ টাকা। সোনি এর আগে ডেস্কটপের জন্য যেসমস্ত গেম লঞ্চ করেছিল তার থেকে Days Gone গেমের দাম কিছুটা বেশি। মাউস এবং কিবোর্ড সাপোর্টে খেলা যাবে এই গেম।

দেখুন গেমের ট্রেলর

গেমারদের কাছে সবসময়ই খুব জনপ্রিয় Days Gone ভিডিয়ো গেম। এবার ডেস্কটপ বা পিসি ভার্সানে আসছে এই গেম। ১৮ মে থেকে এই গেম খেলতে পারবেন গেমাররা। ইতিমধ্যেই প্রিবুকিং শুরু হয়েছে ভারতে। রিলিজ হয়েছে গেমের ট্রেলরও। ঝাঁচকচকে এইচডি ট্রেলর দেখে মুগ্ধ হয়েছেন গেমাররা। সোনির তরফে এই সুখবর প্রকাশ্যে আনা হয়েছে সম্প্রতি।

নতুন Days Gone গেমপ্লে- র ক্ষেত্রে গেমপ্ল্যানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ফিচার যুক্ত হয়েছে খেলায়। ট্রেলরে দেখা গিয়েছে, পাহাড়ি জায়গা আর জঙ্গলের মধ্যে রয়েছে দুর্ধষ অ্যাকশন সিন। Days Gone গেমের নির্মাতা ‘বেন্ড স্টুডিয়ো’ জানিয়েছে এতদিন শুধু প্লেস্টেশনে এই গেম খেলা যেত। তবে এবার পিসি ভার্সানেও আসছে Days Gone গেম। তাই কিছু এক্সক্লুসিভ ফিচার যুক্ত হয়েছে খেলার মধ্যে। বেন্ড স্টুডিয়ো জানিয়েছে, আগামী দিনে প্লেস্টেশনে খেলা যায় এমন আরও অনেক গেমের ডেস্কটপ অর্থাৎ পিসি ভার্সান রিলিজ করবে তারা।

ইউটিউবের ৩৪ সেকেন্ডের ট্রেলরই বলে দিচ্ছে যে Days Gone গেমের পিসি ভার্সান একদম জমজমাট হতে চলেছে। থাকবে ভরপুর অ্যাকশন সিক্যুয়েন্স। আলট্রা ওয়াইড মনিটরের জন্য এই গেম তৈরি করা হয়েছে। ঝকঝকে এই গেম পুরোটাই রয়েছে এইচডি রেসোলিউশনে। ভারতে এই গেমের দাম ২৯৯৯ টাকা। সোনি এর আগে ডেস্কটপের জন্য যেসমস্ত গেম লঞ্চ করেছিল তার থেকে Days Gone গেমের দাম কিছুটা বেশি। মাউস এবং কিবোর্ড সাপোর্টে খেলা যাবে এই গেম।

দেখুন গেমের ট্রেলর

Next Article