iQOO গত বছরের নভেম্বরে চিনের হোম মার্কেটে iQOO 12 এবং 12 Pro লঞ্চ করেছিল। এই ফোনটি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। আর ভারতে আসার পর থেকেই ফোনটির জনপ্রিয়তা তুঙ্গে। এবার কোম্পানি এই ফোনের একটি বিশেষ সংস্করণ চালু করেছে। ফোনটির নতুন ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে iQOO 12 Dragon variant। iQOO 12 শুধুমাত্র তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছিল, 12GB RAM + 256GB স্টোরেজ, 16GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 1TB স্টোরেজ। iQOO 12 এর ড্রাগন ভ্যারিয়েন্ট 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে বাজারে আনা হয়েছে।
iQOO 12-এর ড্রাগন ভ্যারিয়েন্টের দাম:
এই ফোনটিকে চিনে ইয়ার অফ দ্য ড্রাগন ভ্যারিয়েন্ট হিসেবে পেশ করা হয়েছে। কোম্পানি iQOO 12-এর ইয়ার অফ দ্য ড্রাগন ভ্যারিয়েন্টের দাম রেখেছে 3,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 46,293 টাকা)। কোম্পানি আগামীকাল অর্থাৎ 12 জানুয়ারি লাইভ iQOO 12 এর ইয়ার অফ দ্য ড্রাগন ভ্যারিয়েন্টের প্রথম বিক্রি শুরু করতে চলেছে।
তবে সেল চলাকালীন, গ্রাহকরা এই নতুন সংস্করণটি 200 ইউয়ান (প্রায় 2315 টাকা) কম দামে কেনার সুযোগ পাবেন। এছাড়াও একটি সীমিত সময়ের অফার দেওয়া হবে। প্রথম সেলে গ্রাহকরা এই নতুন ভ্যারিয়েন্টটি 3,799 ইউয়ান (প্রায় 43978 টাকা) কিনতে পারবেন। ভারতে এই নতুন ভ্যারিয়েন্টটি কবে আসবে, তা এখনও কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি।
QOO 12-এর ফিচার:
কোম্পানি এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করেছে। ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ রয়েছে। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটিতে OIS সাপোর্ট সহ একটি 50MP ব্যাক ক্যামেরা, একটি 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।