Gaming Phone: রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের সম্ভাব্য ফিচার, ডিজাইন ও দাম দেখে নিন
এক টিপস্টারের দাবি, আন্তর্জাতিক বাজারে রিয়েলমি জিটি নিও গেমিং ফোন দুটো স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। একটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্ট। অন্যটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্ট।
নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও গেমিং। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে একজন টিপস্টার এই ফোনের সম্ভাব্য ফিচার, ডিজাইন এবং দাম প্রকাশ করেছেন অনলাইনে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি নিও। সেই ফোনেরই আপডেটেড এবং আপগ্রেডেড ভার্সান রিয়েলমি জিটি নিও গেমিং। রিয়েলমি জিটি নিও ফোনে ছিল MediaTek Dimensity ১২০০ প্রসেসর। কিন্তু রিয়েলমি জিটি নিও গেমিং ফোনে Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে।
সম্প্রতি টিপস্টার Rudhra Nandu টুইট করে রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের বিভিন্ন বিবরণ জানিয়েছেন। এই টিপস্টারের দাবি, আন্তর্জাতিক বাজারে রিয়েলমি জিটি নিও গেমিং ফোন দুটো স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। একটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্ট। অন্যটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্ট। প্রথম স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে $499, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬,৪০০ টাকা। অন্যদিকে দ্বিতীয় স্টোরেজ ভ্যারিয়েন্টের দ্মা হতে পারে $599, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৮০০ টাকা।
দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের আর কী কী সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এনেছেন ওই টিপস্টার-
- টিপস্টার Rudhra Nandu- র দাবি অনুযায়ী রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
- যেহেতু এটি একটি গেমিং ফোন, তাই ডিজাইনও অন্যান্য স্মার্টফোনের তুলনায় সামান্য আলাদা হতে পারে। অতিরিক্ত শোল্ডার বাটন এবং বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি জিটি নিও গেমিং ফোনে।
- টিপস্টার Rudhra Nandu তাঁর টুইটে এই ফোনের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ফোনের পিছনের অংশের ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। আর সেই সঙ্গে এও বোঝা গিয়েছে যে রিয়েলমি জিটি নিও এবং রিয়েলমি জিটি নিও ফ্ল্যাশ এডিশনের থেকে আলাদা হতে চলেছে রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের ব্যাক প্যানেলের ক্যামেরা সেটআপ। নতুন ফোনের ক্ষেত্রে দুটো বড় সেনসর একটা অন্যের তলায় বসানো থাকতে পারে। আর তৃতীয় সেনসর (তুলনায় ছোট) থাকতে পারে বড় দুই সেনসরের সাইডে বা পাশে। একটি আয়তাকার মডিউলের মধ্যে সেট করা থাকতে পারে ক্যামেরা সেনসরগুলো।
- ফোনের পিছনের অংশের ডিজাইনেও থাকতে পারে নতুনত্ব।