
ভারতের শীর্ষস্থানীয় OTT প্ল্যাটফর্মগুলির কথা বললেই Netflix, Amazon Prime Video, Jio Cinema এবং Disney+ Hotstar-এর নাম উঠে আসে। ফলে সিনেমা আর ওয়েব সিরিজ দেখার জন্য এই সব OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে রাখেন বহু মানুষ। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টাকা দিতে হয়। এবার Vodafone Idea এমন একটি অফার নিয়ে এসেছে, যাতে আপনি প্ল্যান রিচার্জ করলেই Disney + Hotstar বিনামূল্যে পেয়ে যাবেন। দেখে নিন তার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে?
Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনটি মাত্র 155 টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে। তবে শুধুই যে এই সাবস্ক্রিপশন পেতে গেলে আপনার ফোনে Vodafone Idea-র সিম থাকতে হবে, তা একেবারেই নয়। Airtel ও Jio-র মতো কোম্পানিগুলিও এই ধরনের অফার দেয়। কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। এত সস্তায় পাবেন না।
Vi-এর 155 টাকার প্ল্যান:
Vodafone Idea-এর 155 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিনের। এই প্ল্যানে আপনি 8GB ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে, বিনামূল্যে Disney + Hotstar সাবস্ক্রিপশন 3 মাসের জন্য পাবেন। এটি শুধুমাত্র একটি অ্যাড অন প্ল্যান, যাতে আলাদা করে আর কোনও পরিষেবা পাওয়া যায় না।
Airtel-এর 839 টাকার প্ল্যান:
Airtel-এর 839 টাকার প্ল্যানটির বৈধতা 84 দিন। এই প্ল্যানে আপনি প্রতিদিন 2GB ডেটা পেয়ে যাবেন। এছাড়াও এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। প্ল্যানে 5G ডেটা দেওয়া হয়। এছাড়াও প্ল্যানে 3 মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন।
Jio-এর 328 টাকার প্ল্যান:
Jio-এর 328 টাকার প্ল্যানের বৈধতা 28 দিন। এছাড়াও প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে, ব্যবহারকারী 3 মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।