এক ক্লিকে ঘুরে আসুন গোয়া- গ্যাংটক, কাজিরাঙা!

শুভঙ্কর চক্রবর্তী |

Nov 25, 2020 | 9:19 AM

এ সবের কার্টসি  এখন Google pay অ্যাপের ‘গো ইন্ডিয়া’ ফেস্টিভ গেম!

এক ক্লিকে ঘুরে আসুন গোয়া- গ্যাংটক, কাজিরাঙা!
গুগল পে-র গো ইন্ডিয়া

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল: ‘গ্যাংটক, কাজিরাঙা আছে। কারওর কাছে গোয়া, বাস্তার হবে’ —সোশাল মিডিয়ায় এ হেন অদ্ভুত পোস্ট দেখে অবাক হলেন? কিংবা ‘আমায় কেউ গয়া, গোয়া, বাস্তার, কাজিরাঙা দেবেন?’ তাজ্জব বনে গেলেন তো? এ সবের কার্টসি  এখন Google pay অ্যাপের ‘গো ইন্ডিয়া’ ফেস্টিভ গেম!

গুগল পে তে ‘গো ইন্ডিয়া’ খুলতেই  দেখতে পাবেন গ্রাফিক্সের সঙ্গে একটা গাড়ি। স্ক্রিনের ডানদিকের কোনায় টিকিট এবং কিলোমিটারের দুটো বাক্স আছে। ম্যাপ আর ফ্রেন্ডস, দু’টো আইকন। ইউজার ম্যাপটি পাঁচজনকে পাঠিয়ে পাঁচটা টিকিট পাবে। ভারতের পাঁচ শহরের পাঁচ টিকিট। টিকিট তো হল, কিন্তু এক শহর থেকে অন্য শহরে যেতে হলে তো কিলোমিটার লাগবে।

আরও পড়ুন জানুয়ারিতে ই-স্কুটার বাজারে আনছে ওলা

কিলোমিটার কীভাবে পাবেন?

ধরা যাক পাঁচ টিকিটে একই শহরের টিকিট দু’বার এসেছে। সেই বাড়তি টিকিট পরিচিতকে পাঠিয়ে বেশ কিছু কিলোমিটার পেতে পারেন। বন্ধুদের সঙ্গে টাকা পয়সার ট্রানসাকশন করায় পেতে পারেন কিলোমিটার। গুগল পে-তে ‘কিউআর কোড’ স্ক্যান করে বিল দিলে পাওয়া যাবে কিলোমিটার। ফোনের বিল, ইলেকট্রিক বিল, ইন্টারনেটের বিল সব থেকেও মিলবে কিলোমিটার। মিলবে নতুন শহরের টিকিটও। এভাবে ৩০টা শহর ঘুরলে গুগল পে ‘রিওয়ার্ড’ দেবে ১০১ কিংবা ৫০১ টাকা।

গুগল পে-র গো ইন্ডিয়া

সারাদিন গুগল পে-তে এত বেশি ‘ভারত ভ্রমণ’ চলছে যে বহুবার গুগল পে হ্যাং করেছে। বন্ধ থেকেছে টাকা দেওয়া নেওয়ার প্রক্রিয়া। রাত বারোটার পরেই নতুন দিন শুরু। ফলত, রোজ রাতে ১২টা থেকে একঘন্টা অবধি তে কোনও টাকা লেনদেন হয় না। গুগলের সার্ভার ক্র্যাশ করেছে। তবে ২০২০-র লকডাউনের বহু মানুষ বাড়ি থেকে কাজ বা পড়াশোনা করেছেন। ফলে জেন ওয়াইয়ের কাছে ‘গো ইন্ডিয়া’ প্রায় নেশা হয়ে দাঁড়িয়েছে। গেমিং কম্পিটিশনে বন্ধুর থেকে এগিয়ে থাকা অন্তত চাই। আর এ সুযোগে ‘গুগল পে’ রমরমিয়ে ব্যবসা করে নিল উৎসবের মরসুমে।

Next Article