ভারতে লঞ্চ হয়ে গেল Honor X9b স্মার্টফোন, শুরুতেই 8 হাজার টাকার বিশাল ছাড়

Honor X9b Feature: Honor X9b-এর একটি 6.78 ইঞ্চি বাঁকা AMOLED স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন 1.5K। কোম্পানির মতে, এই ফোনের ডিসপ্লে কোনও মতেই ভাঙা যাবে না। এমনকী কোনও দুর্ঘটনা ঘটলেও ফোনের ডিসপ্লে ভাঙা কঠিন। কোম্পানি এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, যা 8GB RAM এবং 256GB স্টোরেজে পেয়ে যাবেন।

ভারতে লঞ্চ হয়ে গেল Honor X9b স্মার্টফোন, শুরুতেই 8 হাজার টাকার বিশাল ছাড়

Feb 16, 2024 | 10:57 AM

ভারতে Honor X9b লঞ্চ হয়েছে। বেশ কয়েক দিন ধরেই এই ফোন নিয়ে আলোচনা তুঙ্গে। অবশেষে এই ফোনটি ভারতীয় বাজারে এসে হাজির হল। Honor এর স্মার্টফোন লঞ্চিং কোম্পানি HTech বহু বছর ধরে ভারতে কোনও স্মার্টফোন লঞ্চ করেনি, কিন্তু এখন কোম্পানিটি ভারতে ফিরে এসেছে। এই কোম্পানি বহু বছর পর গত বছর ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনটি 2024 সালের প্রথম স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে।

Honor X9b ভারতে লঞ্চ হয়েছে…

কোম্পানি এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, যা 8GB RAM এবং 256GB স্টোরেজে পেয়ে যাবেন। এই ফোনের দাম 25,999 টাকা। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে প্রথম সেলেই 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, কোম্পানি 5000 টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। তবে এই দু’টি অফারের মধ্যে আপনি যে কোনও একটির সুবিধা পাবেন।

Honor X9b-এর স্পেসিফিকেশন ও ফিচার:

Honor X9b-এর একটি 6.78 ইঞ্চি বাঁকা AMOLED স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন 1.5K। কোম্পানির মতে, এই ফোনের ডিসপ্লে কোনও মতেই ভাঙা যাবে না। এমনকী কোনও দুর্ঘটনা ঘটলেও ফোনের ডিসপ্লে ভাঙা কঠিন।

এই ফোনের পিছনে একটি 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের দ্বিতীয় ব্যাক ক্যামেরায় 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, আর তৃতীয় ব্যাক ক্যামেরায় 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের সামনের অংশে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা পাবেন।

এই ফোনে Android 13 ভিত্তিক MagicOS 7.2 OS ব্যবহার করা হয়েছে।
Honor X9b-এ প্রসেসরের জন্য Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU চিপসেট রয়েছে। এতে একটি 5800mAh ব্যাটারি রয়েছে, যা 35W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে 5G, 4G LTE, WiFi 5, ব্লুটুথ 5.1, GPS সাপোর্ট রয়েছে।