75 কোটি ভারতবাসীর ফোন আর আধার নম্বর সংকটে, আপনিও লিস্টে নাকি চেক করুন

Feb 02, 2024 | 10:44 AM

Aadhaar Data Leak: হ্যাকাররা ব্যবহারকারীদের ফোন নম্বর এবং আধার কার্ডের মতো বিবরণ চুরি করেছে। আর এতে মানুষ সহজেই সাইবার প্রতারণার শিকার হতে পারে বলেও জানিয়েছে DoT। সাইবার সিকিউরিটি ফার্ম CloudSEK দাবি করেছে, একদল হ্যাকার ভারতীয় মোবাইল নেটওয়ার্ক গ্রাহকদের ডাটাবেস ডার্ক ওয়েবে বিক্রি করছে।

75 কোটি ভারতবাসীর ফোন আর আধার নম্বর সংকটে, আপনিও লিস্টে নাকি চেক করুন

Follow Us

দিনের পর দিন যেভাবে জালিয়াতির পরিমান বাড়ছে, তাতে ফোন ব্যবহার করা মানেই যেন একটা বিপদ। এবার 75 কোটি ভারতীয় টেলিকম ব্যবহারকারী হ্যাকারদের লক্ষ্যে পরিনত হয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দেখার পর, ভারতীয় টেলিকম বিভাগ (DoT) টেলিকম সংস্থাগুলিকে সিস্টেমটি অডিট করতে বলেছে। হ্যাকাররা ব্যবহারকারীদের ফোন নম্বর এবং আধার কার্ডের মতো বিবরণ চুরি করেছে। আর এতে মানুষ সহজেই সাইবার প্রতারণার শিকার হতে পারে বলেও জানিয়েছে DoT। সাইবার সিকিউরিটি ফার্ম CloudSEK দাবি করেছে, একদল হ্যাকার ভারতীয় মোবাইল নেটওয়ার্ক গ্রাহকদের ডাটাবেস ডার্ক ওয়েবে বিক্রি করছে। তা বিক্রি করতে তারা 3 হাজার ডলার (প্রায় 25 লাখ টাকা) চেয়েছে।

85 শতাংশ ভারতীয় ঝুঁকির মুখে…

তদন্ত করে দেখা গিয়েছে, ডার্ক ওয়েবে 85 শতাংশ ভারতীয় ব্যবহারকারীর ডেটা থাকতে পারে। হ্যাকাররা ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং আধার কার্ডের মতো বিবরণ চুরি করেছে। এই ডেটার আকার হল 1.8TB।

ডার্ক ওয়েবে আপনার ডেটা নেই তো?

এখন আপনি হয়তো ভাবছেন আপনার তথ্য ফাঁস হয়েছে কি না? আপনি সহজেই তা জেনে যেতে পারবেন বাড়িতে বসেই। এর জন্য আপনাকে গুগল ওয়ানের সাহায্য নিতে হবে। Gmail ইত্যাদি ব্যবহারকারীরা Google One ব্যবহার করে তাদের ডেটা ডার্ক ওয়েবে নেই কি না তা পরীক্ষা করতে পারবেন। এর জন্য আপনাকে Google One সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে।

  • প্রথমেই আপনাকে one.google.com ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার ডার্ক ওয়েব রিপোর্টের নিচে Try now অপশনে ক্লিক করুন।
  • এরপর Run scan এ ক্লিক করুন।

আপনি ডার্ক ওয়েবের রিপোর্ট পাবেন, যেখানে আপনি জানতে পারবেন আপনার ডেটা ফাঁস হয়েছে কি না। এছাড়াও, আপনি Have I Been Pwned এর মত পোর্টালের সাহায্য নিতে পারেন।

Next Article