AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile App: হঠাৎ রাতে বাচ্চা কেন কাঁদছে? বলে দেবে এই মোবাইল অ্যাপ

CryAnalyzer- Baby Translator App: হঠাৎই মাঝ রাতে তারস্বরে কেঁদে উঠে আপনার বাচ্চা। আর আপনি জানতেই পারেন না, কেন কেঁদে উঠেছে আপনার ছোট্ট সন্তান। এমন সময় আপনার সঙ্গী হতে পারে ফোনের একটি অ্যাপ। আপনার শিশুর কান্নার শব্দ শুনেই ফোনের অ্যাপটি কান্নার আসল কারণ বলে দেবে। এই অ্যাপটির নাম কী এবং আপনি কীভাবে এটি ব্যবহার করবেন। চলুন জেনে নেওয়া যাক।

Mobile App: হঠাৎ রাতে বাচ্চা কেন কাঁদছে? বলে দেবে এই মোবাইল অ্যাপ
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 1:28 PM
Share

রাতে ঘুমচ্ছেন। আর হঠাৎই মাঝ রাতে তারস্বরে কেঁদে উঠল আপনার ছোট্ট পাঁচ মাসের বাচ্চাটি। এবার এমন অবস্থায় আপনি বুঝেই উঠতে পারছেন না, যে ভাল মতো খাবার খাইয়েই তাকে ঘুম পারিয়েছিলেন, তাহলে হঠাৎ এমন কেঁদে ওঠার কারণ কী? ঠিক এমন সময় আপনি তাঁকে আবার ঘুম পারাতে ব্যস্ত হয়ে পড়েন। অথচ জানতেই পারেন না, কেন কেঁদে উঠেছিল আপনার ছোট্ট সন্তান। এমন সময় আপনার সঙ্গী হতে পারে ফোনের একটি অ্যাপ। আপনার শিশুর কান্নার শব্দ শুনেই ফোনের অ্যাপটি কান্নার আসল কারণ বলে দেবে। এই অ্যাপটির নাম কী এবং আপনি কীভাবে এটি ব্যবহার করবেন। চলুন জেনে নেওয়া যাক।

ক্রাই অ্যানালাইজার (CryAnalyzer – baby translator)

এই অ্যাপটি আপনার সন্তানের কান্নার শব্দকে অনুবাদ করতে পারে। আর সেই অনুবাদের মাধ্যমেই আপনার সন্তান কেন কাঁদছে তা খুঁজে বের করে। এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার সন্তান কি অনুভব করছে। এক কথায় যে আবেগ আপনার বাচ্চা আপনার কাছে প্রকাশ করতে পারছেন না, এই অ্যাপটি আপনার সন্তানের আবেগ আপনার কাছে পৌঁছে দিতে পারে। আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় থেকে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 2.6 রেটিং পেয়েছে। এখন পর্যন্ত 1 মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন।

কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?

যখনই আপনার শিশু কাঁদবে, তখনই অ্যাপটিকে চালু করে আপনার সন্তানের কাছে রাখুন। এর পরে, এটি আপনার শিশুর কান্নার শব্দ শোনার সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবে কেন আপনার শিশু কাঁদছে।

অ্যাপটি কি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন?

এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি প্রথমে তিনবার শুধু বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তারপরে এই অ্যাপ ব্যবহার করতে আপনাকে চার্জ দিতে হবে। এমনকি আরও বেশি সুবিধা চাইলে মেম্বারশিপ নিতে পারবেন। যদিও এই অ্যাপের একটি খারাপ দিকও আছে। কারণ কোনও ডিভাইসই ছোট্ট বাচ্চার সামনে রাখা নিরাপদ নয়। তাই এমন পরিস্থিতিতে নিজের সন্তান কেন কাঁদছে, তা নিজেই বোঝার চেষ্টা করুন