কম খরচে সেরা ইয়ারবাডস কীভাবে খুঁজবেন? রইল কিছু টিপস

Feb 07, 2024 | 8:45 PM

Earbuds Buying Guide: ইয়ারবাড কেনার প্ল্যান করছেন, অথচ কোনটা একদম উপযুক্ত ইয়ারবাড হবে, তা বুঝে উঠতে পারছেন না। তাই কেনার আগে এসব বিষয় মাথায় রাখা খুব জরুরী। তবেই আপনি উপহারে কম বাজেটের একটি দুর্দান্ত ইয়ারবাড দিতে পারবেন।

কম খরচে সেরা ইয়ারবাডস কীভাবে খুঁজবেন? রইল কিছু টিপস

Follow Us

ফেব্রুয়ারি মাসে রোজ় ডে থেকেই শুরু হয়ে যায় প্রেমের একটা গোটা সপ্তাহ। আর সারা সপ্তাহ ধরেই চলে উপহার দেওয়া নেওয়া। সামনেই ভ্যালেনটাইন্স ডে। আর কাছের মানুষকে কী দেবেন, তা কিছুতেই বুঝতে পারছেন না। শুধু তাই নয়। ইয়ারবাড কেনার প্ল্যান করছেন, অথচ কোনটা একদম উপযুক্ত ইয়ারবাড হবে, তা বুঝে উঠতে পারছেন না। তাই কেনার আগে এসব বিষয় মাথায় রাখা খুব জরুরী। তবেই আপনি উপহারে কম বাজেটের একটি দুর্দান্ত ইয়ারবাড দিতে পারবেন।

1. কী জন্য কিনছেন, তা ঠিক করুন:

প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে, আপনি ঠিক কী জন্য ইয়ারবাডটি কিনছেন। কাছের মানুষের শখ আপনার জানা। তাই সেটাকে মাথায় রেখেই ইয়ারবাড কিনুন। গান শুনতে, গেম খেলতে নাকি শুধুই কথা বলতে, কীসের জন্য চান, তা ঠিক করে নেওয়া খুব প্রয়োজন। কারণ আপনি যেমন ধরনের ইয়ারবাড কিনবেন, তাতে সেই ফিচারটা আছে কি না সেটা দেখে তবেই কেনা উচিত।

2. বাজেট:

আপনার বাজেট ঠিক করুন। বাজারে অনেক কম দামেও ইয়ারবাড পাওয়া যায়। তবে আপনি যদি কলে কথা বলার জন্য কিনতে চান, তবে দেখে নিতে হবে নয়েজ অ্যাকটিভ ক্যানসেলশন ফিচার আছে কি না। কিন্তু সেক্ষেত্রে দামটাও অনেকটা বেশি হবে।

3. ফিচার দেখে কিনুন:

ইয়ারবাডের বিভিন্ন ফিচারয়েছে, যেমন:

  • অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC):

এটি বাইরের যে কোনও আয়াওয়াজ কমাতে সাহায্য করে।

  • জল প্রতিরোধী বা ওয়াটার রেজিসস্ট্যান্ট:

এটি ইয়ারবাডটিকে জল এবং ঘাম থেকে রক্ষা করে।

  • ব্যাটারি লাইফ:

ইয়ারবাড কেনার সময় ব্যাটারি লাইফ দেখে নেওয়া খুব দরকার। নাহলে প্রয়োজনে ইয়ারবাডের ব্যাটারি শেষ হয়ে যায়। ফলে বার বার চার্জ দেওয়ার ঝামেলা পোয়াতে হয়। তাই চেষ্টা করবেন যে ইয়ারবাডটাই কিনবেন, তার যেন বেশি ব্যাটারি লাইফ থাকে।

  • সাউন্ড কোয়ালিটি:

ইয়ারবাডের সাউন্ড কোয়ালিটি দেখে নেওয়া খুব দরকার।

4. পর্যালোচনা বা রিভিউ:

ইয়ারবাড কেনার আগে বিভিন্ন ইয়ারবাডের রিভিউ পড়ুন। যদি অনলাইনে কেনেন, তাহলে সবার রিভিউ পড়েই কিনুন।

5. অনলাইন ডিল:

অনেক অনলাইন স্টোর ইয়ারবাডে ডিসকাউন্ট এবং অফার দেয়। এই ডিলের মাধ্যমে আপনি কম দামে ইয়ারবাড কিনতে পারেন।

 

Next Article