AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Phone Call Tips: আপনার ফোন কলে কেউ আড়ি পাতছে না তো? চেক করুন এই উপায়ে

Call Forwarded Problem: আপনি কখন কার সঙ্গে কথা বলছেন, আদৌ সেই কথা কেউ শুনে ফেলছে কি না, এই সব কিছু আপনি কয়েক সেকেন্ড জেনে যেতে পারবেন। এর জন্য় আপনাকে ফোনে কয়েকটা সেটিংস পাল্টে ফেলতে হবে। তাহলেই খুব সহজে জেনে যেতে পারবেন আপনার ফোনটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হচ্ছে কি না।

Phone Call Tips: আপনার ফোন কলে কেউ আড়ি পাতছে না তো? চেক করুন এই উপায়ে
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 10:46 AM
Share

স্মার্টফোন হ্যাক করে নেওয়া যেন স্ক্যামারদের কাছে সবচেয়ে সহজ একটি জালিয়াতির পদ্ধতি। ফলে আপনি কখন কার সঙ্গে কথা বলছেন, আদৌ সেই কথা কেউ শুনে ফেলছে কি না, এই সব কিছু আপনি কয়েক সেকেন্ড জেনে যেতে পারবেন। এর জন্য় আপনাকে ফোনে কয়েকটা সেটিংস পাল্টে ফেলতে হবে। তাহলেই খুব সহজে জেনে যেতে পারবেন আপনার ফোনটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হচ্ছে কি না।

আপনি এই নম্বর ডায়াল করে জানতে পারবেন…

কেউ আপনার কল বা মেসেজ শুনছে বা দেখছে কি না তা জানতে আপনার মোবাইল ফোন থেকে পাঁচটি নম্বর ডায়াল করতে হবে। আপনাকে ফোন বুকে যেতে হবে এবং *#61# ডায়াল করতে হবে। আপনি এটিতে কল করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পপ উপস্থিত হবে যেখানে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন। এখানে, যদি কোনও পরিষেবা ফরোয়ার্ড করা হয়, তবে এর মানে হল যে কেউ আপনার গোপন কল বা মেসেজগুলি শুনতে এবং দেখতে পারে। যদি কাউকে ফোন করার সময় Call Forwarding লেখাটা দেখতে পান, আর বুঝতে না পারেন যে কেন হচ্ছে। তাহলে এভাবে চেক করে নিতে পারেন।

কল ফরওয়ার্ডিংয়ের সময় কী হয়?

কল ফরওয়ার্ডিং-এর সময়, আপনি যখন নেটওয়ার্ক জ়োনে থাকেন না বা ফোন তোলেন না, তখন আপনার কল অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায় এবং তারপর যে ব্যক্তিটি এটি গ্রহণ করে সে আপনার ব্যক্তিগত তথ্য বা কথোপকথন শুনতে পারে। ঠিক একইভাবে কলের মতো মেসেজও অন্য নম্বরে ফরোয়ার্ড করা হয়। আপনার কোনও তথ্য যদি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হয়, তবে আপনার প্রথম কাজ হবে সেটিকে ব্লক করে দেওয়া।

কীভাবে ব্লক করবেন?

যদি আপনার কোনও কল বা মেসেজ ফরোয়ার্ড করা হয়। আর আপনি এটি বন্ধ করতে চান, তবে এর জন্য আপনাকে #002# ডায়াল করতে হবে। এর পরে, একটি পপআপ আসবে যেখানে লেখা থাকবে যে আপনার সমস্ত ফরোয়ার্ড করা কল বা মেসেজ বন্ধ হয়ে গিয়েছে।