সিম কার্ডকে কেন্দ্র করে গোটা দেশে জালিয়াতি যে হারে বেড়েছে, তাতে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু তাতেও ফল কিছু হচ্ছে না। নতুন বছরেও পেপার-বেসড KYC প্রক্রি বন্ধ করে দিয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT। 1 জানুয়ারি, 2024 থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য টেলিকম সংস্থাগুলির খরচ কমানো এবং সিম কার্ড প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডটের তরফ থেকে। তবে আগের মতোই নতুন সিম কার্ড কিনতে চাইলে আপনি চা আপনার বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন। আপনি বাড়ি বসেই সরাসরি রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়ার মতো যে কোনও সংস্থার সিম কার্ড অর্ডার করতে পারেন। এই তিনটি কোম্পানিই সিম কার্ডের হোম ডেলিভারি দেয়। তবে এর জন্য আপনাকে গ্রিন বা অরেঞ্জ জোনে থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসে সিম কার্ড পাবেন?
কীভাবে রিলায়েন্স জিও সিম পাবেন?
- Reliance Jio ওয়েবসাইটে যান (https://www.jio.com/) এবং সিম হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন।
- এখানে আপনার নাম, বর্তমান মোবাইল নম্বর লিখুন এবং জেনারেট OTP-এ ক্লিক করুন।
- OTP যাচাই বা ভেরিফাই করার পরে, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি একটি নতুন সিম চান, নাকি পুরনো নম্বরটি পোর্ট করতে চান।
- আপনি যা চান, তা সিলেক্ট করতে হবে।
- এবার পোস্টপেইড এবং প্রিপেইড সিমের মধ্যে বেছে নিতে হবে।
- তারপর আপনার ঠিকানা লিখুন এবং একটি ডেলিভারি স্লট (সময় লেখা থাকবে) সিলেক্ট করুন।
- তারপরে আপনাকে একটি প্ল্যান বেছে নিতে হবে।
- নির্ধারিত সময়ে, Jio কর্মী সিম নিয়ে আপনার ঠিকানায় পৌঁছাবে এবং আপনার নথি যাচাই করবে।
- আপনি নির্বাচিত প্ল্যানের টাকা পেমেন্ট করলেই সিম পেয়ে যাবেন। হোম ডেলিভারির জন্য আলাদা করে কোনও চার্জ লাগবে না।
কীভাবে এয়ারটেল সিম পাবেন?
- Airtel ওয়েবসাইট airtel.in-এ যান। এখানে দেওয়া প্রিপেইড অপশনে যান এবং নতুন প্রিপেইড সিমে ক্লিক করুন।
- আপনার প্রথম রিচার্জ প্ল্যান সিলেক্ট করুন এবং নাম এবং মোবাইল নম্বর লিখুন।
- আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি নতুন সিম চান নাকি পুরনো নম্বরটি পোর্ট করতে চান।
- এবার আপনার ঠিকানা লিখুন এবং Submit এ ক্লিক করুন। এয়ারটেল আপনাকে সময় দেবে।
- নির্ধারিত সময়ে, একজন এয়ারটেল কর্মচারী সিম নিয়ে আপনার ঠিকানায় পৌঁছাবেন এবং আপনার নথি যাচাই করবেন।
- এখানে সিম কার্ড ডেলিভারির জন্য 100 টাকা অতিরিক্ত চার্জ করা হবে।