Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PhonePe অ্যাপেই এবার আয়কর জমা করতে পারবে গ্রাহকরা, যেতে হবে না ট্যাক্স পোর্টালে

PhonePe Latest Features: এবার ভারতীয় করদাতাদের জন্য PhonePe একটি নতুন ফিচার নিয়ে এল। সেটি হচ্ছে 'Income Tax Payment' ফিচার। এর সাহায্যে আপনি খুব সহজেই আয়কর দিতে পারবেন। তার জন্য নির্দিষ্ট সময় বের করে আপনাকে বিরাট লম্বা লাইনে দাঁড়াতে হবে না।

PhonePe অ্যাপেই এবার আয়কর জমা করতে পারবে গ্রাহকরা, যেতে হবে না ট্যাক্স পোর্টালে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 10:05 AM

Pay Income Tax From Phonepe: ডিজিটাল দুনিয়ায় সব কিছুই স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন। QR কোড স্ক্যান করেই টাকা আদান প্রদান হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ফোনে বাড়ছে অ্যাপের সংখ্যাও। Paytm, Gpay বা PhonePe তারা অ্যাপগুলিকে উন্নত করার জন্য একের পর এক ফিচার এনে হাজির করছে। এবার ভারতীয় করদাতাদের জন্য PhonePe একটি নতুন ফিচার নিয়ে এল। সেটি হচ্ছে ‘Income Tax Payment’ ফিচার। এর সাহায্যে আপনি খুব সহজেই আয়কর দিতে পারবেন। তার জন্য নির্দিষ্ট সময় বের করে আপনাকে বিরাট লম্বা লাইনে দাঁড়াতে হবে না। 2022-23 আর্থিক বছরের জন্য ITR ফাইল করার শেষ তারিখ হল 31 জুলাই। এর জন্য ব্যবহারকারীরা ক্রেডিট কার্ড বা ইউপিআই ব্যবহার করতে পারেন। ভারতীয় ডিজিটাল পেমেন্ট কোম্পানি PhonePe-এর ফিচারটি উভয় ধরনের করদাতার জন্যই আনা হয়েছে। যেমন- নিজস্ব কর এবং ব্যবসায়িক কর। Paytm-এর মতো, PhonePe অ্যাপটি ভারতে খুবই জনপ্রিয়। তার সেই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলতেই নতুন ফিচার নিয়ে এল বলে মনে করা হচ্ছে।

আলাদা করে লগইন-এর প্রয়োজন নেই:

এর জন্য করদাতাকে আলাদাভাবে ট্যাক্স পোর্টালে লগইন করতে হবে না। এই ফিচারটি চালু করার উদ্দেশ্য হল, করদাতারারা যাতে কম সময়ে তাদের কর দিয়ে দিতে পারে। PhonePe এই নতুন ফিচারটির জন্য PayMate-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। PayMate হল একটি ডিজিটাল B2B পেমেন্ট এবং পরিষেবা প্রদানকারী অ্যাপ (Payment And Service Provider)।

ক্রেডিট কার্ড বা UPI দিয়ে পেমেন্ট:

কোম্পানির তরফে জানানো হয়েছে, করদাতারা ক্রেডিট কার্ড বা UPI-এর সাহায্যে কর দিতে পারবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 45 দিনের জন্য আপনাকে কোনও রকম সুধ দিতে হবে না। PhonePe-এর নতুন ফিচারটিতে আপনি শুধুমাত্র ট্যাক্স দেওয়ার সুবিধা পাবেন, এটি আইটিআর ফাইল করতে পারে না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজেই আপনি এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।

কীভাবে PhonePe-এর মাধ্যমে আয়কর দেবেন?

  1. প্রথমে Android এবং iPhone-এ PhonePe অ্যাপটি খুলুন।
  2. অ্যাপে দেওয়া ‘Income Tax’ অপশনে ক্লিক করুন।
  3. এর করের ধরন (Tax Type), মূল্যায়ন বছর (Assessment Year) এবং প্যান কার্ডের অপশন সিলেক্ট করুন।এবার মোট করের পরিমাণ লিখুন, তারপর পেমেন্ট মোড সিলেক্ট করুন।
  4. পেমেন্ট হয়ে গেলে, দুই দিনের মধ্যে তা ট্যাক্স পোর্টালে জমা হবে।