
বিদ্যুৎ বিল পরিশোধ করতে আর আপনাকে সময় বের করে ছুটতে হবে না তাদের দপ্তরে। এখন এই কাজ আপনি অনলাইনেই সেরে ফেলতে পারবেন, তাও আবার বাড়িতে বসেই। আপনি চাইলে এই কাজ কয়েক মিনিটেই Google Pay অ্যাপের সাহায্যে করতে পারবেন। এর জন্য, Google Pay অনেক রাজ্যের বিদ্যুৎ বিতরণ এবং রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যাতে দেশে অনলাইন পেমেন্ট বাড়ানো যায়। এমনিতেই ভারতে ডিজিটাল পরিষেবাগুলি দ্রুত বাড়ছে। ফলে নতুন পেমেন্টের পরিষেবা অফার করেছে গুগল। আপনি Google Pay দিয়ে DTH, ইন্টারনেট, গ্যাস, ফাস্ট্যাগ, প্লে রিচার্জ সহ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এটি একটি ইন-অ্যাপ পরিষেবা। জেনে নিন কীভাবে এই কাজ করবেন?
Google Pay-এর মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?
গুগল সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ব্যবহারকারীদের জন্য এই পরিষেবাটি চালু করেছে। এর জন্য নর্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অফ তেলেঙ্গানা লিমিটেড (TSNPDCL) এবং তেলেঙ্গানা স্টেট সাউদার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে।