জিপ ইন্ডিয়ার নতুন মডেল র‍্যাংলার লঞ্চ হল ভারতে, দেখে নিন পাঁচ সিটের এই গাড়ির ফিচার

কোম্পানি ২৫০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার ইতিমধ্যেই লগ্নি করেছে এই ব্যবসায়।

জিপ ইন্ডিয়ার নতুন মডেল র‍্যাংলার লঞ্চ হল ভারতে, দেখে নিন পাঁচ সিটের এই গাড়ির ফিচার
কেবিনে রয়েছে রিভাইজড ড্যাশবোর্ড এবং সেন্ট্রাল কনসোল, এছাড়াও রয়েছে ৮.৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 2:19 PM

জিপ ইন্ডিয়া তাদের নতুন মডেল ‘জিপ র‍্যাংলার’ লঞ্চ করেছে ভারতে। মেড-ইন-ইন্ডিয়া অর্থাৎ ভারতে নির্মিত এই গাড়ির দাম ৫৩.৯০ লক্ষ টাকা (এক্স শোরুম)। semi-knocked down (SKD) হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ৫ সিটের এই গাড়ি। গত মাসে জিপ ইন্ডিয়া তাদের ‘জিপ র‍্যাংলার’ তৈরি শুরু করেছিল রঞ্জনগাঁও ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে। মহারাষ্ট্রের পুণেতে রয়েছে এই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। সেই সময়েই প্রি-বুকিংও শুরু হয়েছিল।

Fiat Chrysler পরবর্তী বিস্তারিত পরিকল্পনার আওতায় ছিল নতুন র‍্যাংলার মডেল রিলিজ হওয়ার ঘটনা। কোম্পানি ২৫০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার ইতিমধ্যেই লগ্নি করেছে এই ব্যবসায়। ভারতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী ২ বছরের মধ্যে মূল সংস্থা Fiat Chrysler তাদের ‘জিপ’ ব্র্যন্ডের মধ্যে চারটি এসইউভি লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। এর আগে এই সিরিজের প্রথম গাড়ি হিসেবে লঞ্চ হয়েছিল ‘জিম কম্পাস’ রঞ্জনগাঁও প্ল্যান্ট থেকেই তৈরি হয়েছিল এই গাড়ি। এই সিরিজের দ্বিতীয় গাড়ি নতুন র‍্যাংলার মডেল। আরও যে দুটো গাড়ি লঞ্চ হবে, তার মধ্যে রয়েছে থ্রি-রো জিপ এসইউভি। এবং নেক্সট জেন Grand Cherokee।

The 2021 Jeep Wrangler

জিপ ইন্ডিয়ার এই নতুন মডেল আনলিমিটেড এবং রুবিকন— এই দুই ট্রিমে পাওয়া যাবে। এই মডেলে রয়েছে seven-slat grille এবং এলইডি হেডল্যাম্প। এছাড়াও রয়েছে fender-mounted সাউন্ড ইন্ডিকেটর, ১৮ ইঞ্চির অ্যালয় হুইলস, ফগ ল্যাম্প, এলইডি টেল লাইট, tailgate-mounted spare wheel ও আরও অনেক কিছু। রুফ এবং ডোর রিমুভাল অপশনও থাকবে এই র‍্যাংলার মডেলে। কালো, ফায়ারক্র্যাকার রেড, গ্র্যানাইট ক্রিস্টাল, স্টিং গ্রে এবং ব্রাইট হোয়াইট— এইসব রঙে পাওয়া যাবে এই গাড়ি।

নতুন গাড়ির ভিতরের ডিজাইনেও রয়েছে চমক। কেবিনে রয়েছে রিভাইজড ড্যাশবোর্ড এবং সেন্ট্রাল কনসোল, এছাড়াও রয়েছে ৮.৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এর সঙ্গে রয়েছে অ্যাপেল কারপ্লে এবং অ্যানড্রয়েড অটো। এছাড়াও থাকছে  UConnect 4C NAV।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, পুশ-বাটন স্টার্ট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্রিমিয়াম লেদার আপহোলস্টড়ি, প্যাসিভ কি-লেস এন্ট্রি। সুরক্ষার স্বার্থে র‍্যাংলার মডেলে রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট, সিলেক্ট স্পিড কন্ট্রোল, ইলেকট্রনিক রোল মিটিগেশন, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ারব্যাগ। এছাড়াও রয়েছে, সাপ্লিমেন্টেড সিট-মাউন্টেড সাইড এয়ারব্যাগ, ফ্রন্ট পার্ক অ্যাসিস্ট এবং রেয়ারভিউ ক্যামেরা।

জিপ র‍্যাংলার মডেলে রয়েছে ২.০ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন (262 bhp/400 Nm)। এই ইঞ্জিনে রয়েছে ৮ স্পিড অটম্যাটিক ট্রান্সমিশন।