বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে MG Cyberster। আগামী ৩১ মার্চ লুক রিভিল হবে এই ইলেকট্রনিক স্পোর্টস কার- এর। তবে অত্যাধুনিক এবং বিলাসবহুল গাড়ির প্রথম লুক প্রকাশ্যে আসার আগে সামনে এসেছে কিছু বিশেষ তথ্য। এমজি- আসলে একটি ব্রিটিশ গাড়ি নির্মাণ সংস্থা। মূলত দু’সিটের স্পোর্টস কার তৈরির জন্য এই সংস্থা বিখ্যাত।
নতুন MG Cyberster মডেলেও বজায় রয়েছে সেই বৈশিষ্ট্য। দুটো দরজার এই ইলেকট্রনিক ভেহিকেল ডিজাইন করা হয়েছে আধুনিকতার সঙ্গে। নির্মাতারা দাবি করেছেন, যেভাবে এই গাড়ির যন্ত্রাংশ তৈরি হয়েছে, তাতে ট্র্যাকে কার্যত আগুন ছোটাবে এই স্পোর্টস কার। অন্যান্য স্পোর্টস কারের মতো ‘এমজি’ তাদের নতুন গাড়িও বেশ নিচু রেখেছে। সাইড বডি প্যানেলে রয়েছে শার্প লাইন।
এই অত্যাধুনিক ইলেকট্রনিক স্পোর্টস কার- এ রয়েছে স্লিম গ্রিল ডিজাইন, চোখ টানবে এমন ফ্রন্ট ডিজাইন, ‘ম্যাজিক আই’ হেডলাইট, এলইডি লাইট। সংস্থার দাবি গাড়ির পিছনের অংশের ডিজাইনে বেশ কিছু বদল অর্থাৎ আপডেট এসেছে, যা এরোডায়নামিক পারফরম্যান্স আরও ভাল করবে। গাড়ির হাই-পারফরম্যান্স হুইল বা চাকায় রয়েছে রোটেটিং স্পোক ফিচার। সেই সঙ্গে রয়েছে সেন্ট্রাল লকিং মেকানিজন। মূলত খুব হাই-পারফরম্যান্স মডেলে এই ধরণের ফিচার দেখা যায়।
MG জানিয়েছেন, তাদের সংস্থার নতুন ইভি স্পোর্টস কার Cyberster বিশ্বের প্রথম এমন সুপারকার হতে চলেছে যার মধ্যে রয়েছে গেমিং ককপিট। সংস্থার অনুমান, এইসব ফিভচারের জন্যই গেমপ্রেমী তরুণ প্রজন্ম বিশেষ করে গেমাররা এই গাড়ি কেনার প্রতি ঝোঁক দেখাবেন। মূলত তরুণ প্রজন্মই হবে তাদের টার্গেটেড কাস্টোমার। এমনকি এই গাড়িতে পাওয়া যাবে ৫জি পরিষেবাও।
শুধু নামে নয় ফিচারেই বোঝা যাচ্ছে যে এই গাড়ি সত্যিই অত্যাধুনিক স্পোর্টস কার। গতির দিক ‘সুপার ফাস্ট’। MG Cyberster মাত্র তিন সেকেন্ডে ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। একবার চার্জে ৮০০ কিলোমিটার চলতে পারবে এই গাড়ি, এমনটাই জানিয়েছে নির্মাণ সংস্থা।