AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart and Amazon: ফ্লিপকার্ট এবং অ্যামাজনে একগুচ্ছ স্মার্টফোন আকর্ষণীয় অফার, কোন কোন ফোন কিনলে লাভবান হবেন আপনি?

Best Offers on Smartphones: একনজরে দেখে নেওয়া যাক অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্টের (Flipkart) সেলে কোন কোন ফোনগুলো কিনলে লাভবান হবে গ্রাহকরা। 

Flipkart and Amazon: ফ্লিপকার্ট এবং অ্যামাজনে একগুচ্ছ স্মার্টফোন আকর্ষণীয় অফার, কোন কোন ফোন কিনলে লাভবান হবেন আপনি?
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 8:06 AM
Share

ভারতের জনপ্রিয় দুই ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্টে (Flipkart) চলছে সেল। অ্যামাজনের ফ্যাব ফোন ফেস্ট (Amazon Fab Phones Fest 2022) এবং ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেলে (Flipkart Big Saving Days 2022) একাধিক সংস্থার স্মার্টফোনে রয়েছে ব্যাপক ছাড়। এর মধ্যে থেকেই যেসমস্ত ফোনে সবচেয়ে আকর্ষণীয় ছাড় রয়েছে, সেগুলো বেছে নেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক অ্যামাজন এবং ফ্লিপকার্টের সেলে কোন কোন ফোনগুলো কিনলে লাভবান হবে গ্রাহকরা।

অ্যামাজন ফ্যাব ফোন ফেস্ট ২০২২- স্মার্টফোনের সেরা অফার

ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি- এই ফোনের আসল দাম ৬৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে তা পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। ক্রেতারা এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১৬,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এর পাশাপাশি এসবিআইয়ের ক্রেডিট কার্ডে ক্রেতারা ফ্ল্যাট ৮০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআইয়ের অপশন রয়েছে। সেখানে ২৮২৪ টাকা থেকে শুরু হবে ইএমআইয়ের পরিমাণ।

আইফোন এসই (২০২২)- সদ্য লঞ্চ হওয়া আইফোন এসই ২০২২ দোনের আসল দাম ৪৩,৯০০ টাকা। কিন্তু অ্যামাজনের সেলে এই ফোনে ২০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দাম হয়েছে ৪১,৯০০ টাকা। এখনও এই আইফোন এসই (২০২২)- এর বিক্রি শুরু হয়নি। প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপেলের অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে। প্রি-অর্ডারে অ্যামাজনের আইফোন এসই (২০২২)- র দামে ২ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে। অ্যাপেলের ওয়েবসাইটেও রয়েছে এই অফার। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে অ্যামাজনের তরফে ১৩,৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি- এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৯,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা ১১,৯৫০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও এই ফোন কেনার ক্ষেত্রে থাকছে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। ১১১৭ টাকা থেকে শুরু হচ্ছে ইএমআই।

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ ২০২২- স্মার্টফোনের সেরা অফার

আইফোন এসই (২০২০)- এই ফোনের আসল দাম ৩৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে প্রায় ১০ হাজার টাকা কমে এই ফোন পাওয়া যাচ্ছে। সেখানে আইফোন এসই (২০২)- র দাম ২৯,৯৯৯ টাকা। অর্থাৎ এখানে ৯৯০১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। এর পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে ১৩ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

মোটোরোলা এজ ২০ ফিউশন- এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা কিন্তু ফ্লিপকার্টে তা পাওয়া যাচ্ছে ২০,৪৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

আরও পড়ুন- OnePlus Nord 2T First Look: অনবদ্য লুকের ওয়ানপ্লাস নর্ড ২টি আসছে, দাম হতে পারে বেশ কম