ভারতে লঞ্চ হল Infinix Hot 12 Play স্মার্টফোন। এটি একটি Budget Smartphone। জানা গিয়েছে, Infinix Hot 12 Play ফোনটি আসলে Infinix Hot 11 Play ফোনের সাকসেসর মডেল। গত বছর নভেম্বর মাসে Infinix Hot 11 Play- এই ফোন লঞ্চ হয়েছিল। সম্প্রতি Infinix Hot 12 Play ফোন ভারতে 4 GB RAM এবং 64 GB Storage নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ৮৪৯৯ টাকা। Champagne Gold, Daylight Green, Horizon Blue, Racing Black- এই চারটি রঙে দেশে লঞ্চ হয়েছে Infinix Hot 12 Play স্মার্টফোন। আগামী ৩০ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে E-Commerce সংস্থা Flipkart-এর মাধ্যমে। আপাতত প্রাথমিক স্তরে Infinix Hot 12 Play ফোনের দাম ৮৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। কতদিন এই ফোনের দাম এটাই বজায় থাকবে, তা স্পষ্টভাবে জানা যায়নি।
Infinix Hot 12 Play ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারগুলো দেখে নিন একনজরে
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Infinix Note 12 সিরিজের দুটো স্মার্টফোন। একটি হল Infinix Note 12 এবং অন্যটি Infinix Note 12 Turbo। এই দুই স্মার্টফোনেই রয়েছে 5,000mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে 33W fast charging সাপোর্ট। Infinix Note 12 সিরিজের এই দুই ফোনে ৬.৭ ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও Android-based X OS 10.6-এর সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। অন্যদিকে Infinix Note 12 ফোনে রয়েছে একটি MediaTek Helio G88 প্রসেসর। আর Infinix Note 12 Turbo ফোনে রয়েছে একটি MediaTek Helio G96 প্রসেসর।