Nokia C12: 6,000 টাকারও কমে লঞ্চ হয়ে গেল Nokia C12, রয়েছে ভরপুর ফিচার্স

Nokia C12 Price: Nokia ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। Nokia C12 লঞ্চের মাধ্যমে কোম্পানি ভারতে তার C-সিরিজ পোর্টফোলিও বাজারে এনেছে।

Nokia C12: 6,000 টাকারও কমে লঞ্চ হয়ে গেল Nokia C12, রয়েছে ভরপুর ফিচার্স
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 9:44 AM

Nokia C12 Features: Nokia ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। Nokia C12 লঞ্চের মাধ্যমে কোম্পানি ভারতে তার C-সিরিজ পোর্টফোলিও বাজারে এনেছে। C12 হল ভারতে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি। প্রায় সব Nokia ফোনের মতো, C12 ফোনটিও স্টক অ্যান্ড্রয়েডে (Stock Android UI) চলে। কম দাম হওয়া সত্বেও Nokia C12 ফোনটিতে অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে, যা যে কোনও দামি ফোনে থাকে। তাই চলুন দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত ফিচার, স্পেসিফিকেশন ও দাম।

Nokia C12-এর দাম:

Nokia C12 ফোনটিতে রয়েছে 2GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এর দাম 5,999 টাকা। C12 17 মার্চ থেকে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। আপনি Amazon India এর মাধ্যমে এটি কিনতে পারবেন। Nokia C12 তিনটি কালার অপশনে বাজারে আনা হয়েছে- ডার্ক সায়ান, চারকোল এবং লাইট মিন্ট।

Nokia C12-এর স্পেসিফিকেশন:

স্মার্টফোনটিতে একটি 6.3-ইঞ্চি LCD প্যানেল রয়েছে। স্ক্রীনের HD+ রেজোলিউশন 1600×720 পিক্সেল এবং এটি 20:9 এর অ্যাসপেক্ট রেশিও সহ আসে। সামনের ক্যামেরার জন্য উপরের কেন্দ্রে একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। ফোনে Unisoc 9863A1 SoC প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 2GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত মেমরি বাড়াতে পারবেন। ডিভাইসটিতে Android 12 (Go Edition) স্টক অ্যান্ড্রয়েড রয়েছে। অক্টা কোর প্রসেসর, 4GB RAM, সামনে এবং পিছনের ক্যামেরায় নাইট এবং পোর্ট্রেট মোড রয়েছে।

nokia c12 phone

Nokia C12-এর ফিচার:

Nokia C12-এ LED ফ্ল্যাশ সহ একটি 8MP রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সরও রয়েছে। ফোনটিতে একটি সিঙ্গেল স্পিকার রয়েছে। এটি 3.5 মিমি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ফোনটিতে USB Type-C পোর্টের পরিবর্তে একটি মাইক্রো-USB পোর্ট রয়েছে। আগামী দুই বছরের জন্য (2024,2025) ফোনটিতে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে দাবি করেছে Nokia। ফোনটিতে একটি ছোট 3000mAh ব্যাটারি রয়েছে, যা 5W চার্জিং সাপোর্ট করে। জল থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই সাশ্রয়ী মূল্যে ফোনটিতে সব ধরনের ফিচারই দেওয়া হয়েছে।