Nokia G42 5G লঞ্চ হয়ে গেল ভারতে, 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি মাত্র 12,599 টাকায়
Nokia G42 5G ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 12,599 টাকা। সো গ্রে এ সো পার্পল এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। 15 সেপ্টেম্বর থেকে Amazon-এ এই নোকিয়া স্মার্টফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Nokia ভারতের বাজারে ফের একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করল। সেই নতুন ফোনের নাম Nokia G42 5G। বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে HMD Global-এর সেই নতুন 5G হ্যান্ডসেট। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে ভারতে তৈরি করা হয়েছে ফোনটি। আগামী সপ্তাহে এই Nokia G42 5G ফোনের বিক্রিবাট্টা শুরু হয়ে যাবে। ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Nokia G42 5G: দাম, স্টোরেজ ও অন্যান্য তথ্য
Nokia G42 5G ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 12,599 টাকা। সো গ্রে এ সো পার্পল এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। 15 সেপ্টেম্বর থেকে Amazon-এ এই নোকিয়া স্মার্টফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Nokia G42 5G: কেন কিনবেন এই ফোন
1) Nokia G42 5G ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল তার প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স। সেই সঙ্গে ফোনের কালার অপশনগুলিও বেশ আকর্ষণীয়: সো পার্পল, সো গ্রে এবং পিঙ্ক এই তিন রঙে ফোনটি পাওয়া যাবে।
2) 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে এই ফোনের। এই পরিমাণ র্যাম ও স্টোরেজ থাকার ফলে অনায়াসে ফোন থেকে মাল্টিটাস্কিং করা যেতে পারে এবং তাতে কোনও ভাবেই ফোনটি স্লো হয়ে যাবে না।
3) Nokia G42 5G-র ক্যামেরা সেটআপ তো লাজবাব! নাইট মোড, ডার্ক ভিশন, ট্রাইপড মোড, AI পোর্ট্রেইট, 50MP মোড ও তার সঙ্গে HDR, পার্সোনালাইজ়ড ওয়াটারমার্ক, OZO 3D অডিও রেকর্ডিং- এই সব কিছুর মধ্যে দিয়ে ফোনের ক্যামেরাটি দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারবে। রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে 50MP মেইন AF লেন্স, একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো লেন্স। রিয়ার ফ্ল্যাশ LED-ও রয়েছে এই ফোনে।
4) পরবর্তী তিন বছর পর্যন্ত Nokia G42 5G ফোনটি সিকিওরিটি আপডেট পেতে চলেছে। অন্য দিকে দুই বছর পর্যন্ত Android OS আপডেটও পাবে এই হ্যান্ডসেট। তার ফলে ফোনটি যেমন সুরক্ষিত থাকবে, তেমনই আবার আপ টু ডেটও থাকবে।
5) Nokia G42 5G ফোনে রয়েছে 16.6cm HD ডিসপ্লে, যা দুর্দান্ত ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারবে। আপনার সিনেমা দেখা থেকে শুরু করে গেমিং, ওয়েব ব্রাউজ়িং, সবকিছুর অভিজ্ঞতা মজবুত করবে ফোনটি।
6) রয়েছে বেশ বড় এবং অত্যন্ত শক্তিশালী 5000mAh কুইক ফিক্স রিপ্লেসেবল ব্যাটারি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Nokia G42 5G ফোনটি একবার চার্জে তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। এছাড়া ফোনটি 20W ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে।