Nokia XR20: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার
নোকিয়ার এই স্মার্টফোনে রয়েছে IP68 certification। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে এই ডিভাইস তাহলে রেসিসট্যান্ট হিসেবে কাজ করবে।
ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া এক্সআর২০। দিওয়ালির আগেই এই ফোন ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, নোকিয়া এক্সআর২০ ফোন অতিরিক্ত তাপমাত্রাতেও ঠিক থাকবে। ৫৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঠিকঠাক থাকবে নোকিয়ার এই স্মার্টফোন। এছাড়াও এই ফোন ১.৮ মিটার উঁচু থেকে পড়ে গেলে কিংবা এক ঘণ্টা জলের নীচে থাকলেও নষ্ট হবে না। এর পাশাপাশি এই ফোনে রয়েছে চার বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেট এবং তিন বছরের জন্য মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড। নোকিয়া এক্সআর ২০ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা এবং একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৪৮০ প্রসেসর এবং Zeiss optics ফিচার।
ভারতে নোকিয়া এক্সআর২০ ফোনের দাম
ভারতে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা। ২০ অক্টোবর থেকে এই ফোনের প্রি-বুকিং শুরু হবে। গ্রানাইট এবং আলট্রা ব্লু রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার এই স্মার্টফোন। ৩০ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সংস্থা এবং অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
নোকিয়া এক্সআর২০ ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন অ্যানড্রয়েড ১১- র সাহায্যে পরিচালিত হবে।
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে।
- তার উপর সুরক্ষা এবং নিরাপত্তার জন্য থাকবে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- নোকিয়ার এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৪৮০ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৬ জিবি র্যাম।
- এই ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। ক্যামেরা সেটআপে রয়েছে Zeiss optics ফিচার।
- নোকিয়া এক্সআর২০ ফোনে রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস/এ-জিপিএস, টাই-সি ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
- নোকিয়ার এই স্মার্টফোনে রয়েছে IP68 certification। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে এই ডিভাইস তাহলে রেসিসট্যান্ট হিসেবে কাজ করবে। এই ফোনে রয়েছে ৪৬৩০mAh ব্যাটারি। তার সঙ্গে ১৮W wired এবং ১৫W wireless চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ২৪৮ গ্রাম।
আরও পড়ুন- Samsung Galaxy S21 FE: ২০২২ সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে এই ফোন, দেখুন সম্ভাব্য কিছু ফিচার
আরও পড়ুন- Realme Q3s: অক্টোবরেই লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য কিছু ফিচার