AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OPPO-র এই চমৎকার ফোনের দাম 21,999 টাকা, কিন্তু আপনার জন্য তা মাত্র 1500 টাকায়

Oppo A78 5G স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে এই অফারটি আপনি পাবেন। এমনিতে এই ফোনের দাম 21,999 টাকা। Amazon এই ফোনের উপরে সরাসরি 14% ছাড় দিচ্ছে। তার ফলে হ্যান্ডসেটটি ক্রয় করতে আপনাকে মাত্র 18,999 টাকা খরচ করতে হবে।

OPPO-র এই চমৎকার ফোনের দাম 21,999 টাকা, কিন্তু আপনার জন্য তা মাত্র 1500 টাকায়
এসে গেল দুর্দান্ত Oppo মোবাইল।
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 9:54 PM
Share

Amazon Smartphone Offer: নতুন ফোন কেনার চিন্তাভাবনা করছেন? Oppo-র জনপ্রিয় একটি ফোনে দুর্দান্ত অফার পেয়ে যাবেন আপনি। সেই ফোনের নাম Oppo A78 5G। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ফোন আপনি কল্পনারও কম দামে পেয়ে যাবেন। Oppo A78 5G ফোনে রয়েছে চমৎকার কিছু ফিচার্স। শক্তিশালী ব্যাটারি রয়েছে, সেই সঙ্গে আবার বেশ বড় একটি ডিসপ্লেও রয়েছে এই ফোনে। এখন এই Oppo ফোনটিতেই আপনি কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, কী-কী অফার থাকছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Oppo A78 5G স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে এই অফারটি আপনি পাবেন। এমনিতে এই ফোনের দাম 21,999 টাকা। Amazon এই ফোনের উপরে সরাসরি 14% ছাড় দিচ্ছে। তার ফলে হ্যান্ডসেটটি ক্রয় করতে আপনাকে মাত্র 18,999 টাকা খরচ করতে হবে। অফারের এখানেই শেষ নয়। একাধিক ব্যাঙ্কের অফারও রয়েছে। বাছাই করা কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আপনি এই ফোন ক্রয় করলে 1,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। এবারে রয়েছে সবথেকে আকর্ষণীয় অফারটি।

এক্সচেঞ্জ অফারে এই ফোনই আপনি জলের দরে পেয়ে যেতে পারেন। 17,500 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন এই ফোনে। তবে সেই অফার পেতে গেলে আপনার ফোনের কন্ডিশন হতে হবে খুব ভাল। সেই ফোনে যেন কোনও স্ক্র্যাচ না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফোনের স্ক্রিনও এক্কেবারে অক্ষত অবস্থায় থাকতে হবে।

এই Oppo A78 5G ফোনে রয়েছে একটি 5000mAh ব্যাটারি, যা 33W SuperVooc চার্জিং সাপোর্ট করে। ফোনের স্টোরেজ আপনি 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। ফোনের পিছনে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। 6.56 ইঞ্চির ডিসপ্লে রয়েছে হ্যান্ডসেটটিতে, যা 90Hz রিফ্রেশ রেট দিতে পারে।