বিশাল 108MP ক্যামেরার Realme C53 লঞ্চ হল ভারতে, দাম মাত্র 9,999 টাকা
Realme C53 ফোনটিতে আপনি মোট দুটি স্টোরেজ অপশনে পেয়ে যাবেন। তাদের মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 9,999 টাকা এবং 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা।
Realme বিগত কিছু মাস ধরে একের পর এক ইলেকট্রনিক ডিভাইস লঞ্চ করেছে। কখনও মোবাইল, কখনও আবার ট্যাবলেট বা ইয়ারবাড। বুধবার সংস্থাটি ভারতে আর একটি চমৎকার এন্ট্রি-লেভেলের ফোন লঞ্চ করল, যার নাম Realme C53। কম দামি এই ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল 6GB RAM, 90Hz ডিসপ্লে এবং অত্যন্ত শক্তিশালী ও বড় একটি 5,000mAh ব্যাটারি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মাত্র 11,000 টাকা দামের মধ্যেই এই Realme C53 ফোনটিতে রয়েছে 108MP ক্যামেরা।
Realme C53: দাম
Realme-র লেটেস্ট ফোনটি আপনি মোট দুটি স্টোরেজ অপশনে পেয়ে যাবেন। তাদের মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 9,999 টাকা এবং 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা। 26 জুলাই ঠিক দুপুর 12টা থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল দোকান থেকে পাওয়া যাবে Realme C53। প্রথম দিনই এই ফোন ক্রয় করলে 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের উপরে থাকবে 1,000 টাকা ছাড়। চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।
Realme C53: স্পেসিফিকেশন
Realme C53 ফোনে রয়েছে একটি 6.74 ইঞ্চির HD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। এই রিফ্রেশ রেটের ফলে ফোনটি আরও মসৃণ ভাবে স্ক্রল করা যাবে এবং চমৎকার ভিজ়ুয়ালও পাওয়া যাবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি UNISOC T612 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর ফোনটিকে ভাল পারফর্ম করতে এবং প্রতিদিনের সমস্ত কাজ করতে দেবে নিরবচ্ছিন্ন ভাবে।
সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Realme UI T এডিশন অপারেটিং সিস্টেম। এই সফটওয়্যার ফোনটিকে ইউজ়ার-ফ্রেন্ডলি ইন্টারফেস এবং লেটেস্ট ফিচার্স ও আপডেটের অ্যাক্সেস পেতে দেয়। কানেক্টিভিটির দিক থেকে Realme C53 ফোনটিতে দেওয়া হয়েছে 4G LTE, ব্লুটুথ 5.0, Wi-Fi, একটি USB টাইপ-সি চার্জিং পোর্ট এবং আনলকিংয়ের জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
সস্তার এই রিয়েলমি ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফটোগ্রাফির ক্ষমতা প্রদর্শন করার জন্য রয়েছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে বেশ বড় একটি 5000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারির ফাস্ট চার্জিং ক্ষমতাবলে ফোনটিকে আপনি খুবই দ্রুততার সঙ্গে চার্জ করতে পারবেন।