AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme GT 2 Pro: কবে লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ প্রো ফোন? ঘোষণা আগামী ৯ ডিসেম্বর

এই ফোনে থাকতে পারে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি জিটি ২ প্রো ফোনে।

Realme GT 2 Pro: কবে লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ প্রো ফোন? ঘোষণা আগামী ৯ ডিসেম্বর
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 8:45 AM
Share

রিয়েলমি জিটি ২ প্রো ফোন কবে লঞ্চ হবে তা ঘোষণা করা হবে আগামী ৯ ডিসেম্বর। আগেই শোনা গিয়েছিল যে, আপাতত চিনে লঞ্চ হবে এই ফোন। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো- তে রিয়েলমি সংস্থা জানিয়েছে ৯ ডিসেম্বর ঘোষণা করা হবে যে রিয়েলমি জিটি ২ প্রো কবে লঞ্চ হবে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকবে বলে আগেই জানা গিয়েছে। ডিসেম্বর মাসের প্রথমেই একথা জানিয়ে দিয়েছিলেন রিয়েলমি কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই বলা হয়েছিল যে রিয়েলমির প্রথম এমন আলট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হতে চলেছে রিয়েলমি জিটি ২ প্রো যার ডিজাইন এবং লুকস টপ-এন্ড মডেলের মতো হবে। শাওমির টপ-এন্ড ফোনের সঙ্গেও পাল্লা দিতে পারবে রিয়েলমির এই ফোন। এখনও রিয়েলমি সংস্থা তাদের আসন্ন ফোন সম্পর্কে বিশেষ কিছু তথ্য এবং স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি।

উইবোতে একটি টিজার পোস্টারের মাধ্যমে রিয়েলমি জিটি ২ প্রো ফোন লঞ্চের দিন ঘোষণা করার কথা বলা হয়েছে। তবে লঞ্চ প্রসঙ্গে বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে কিনা তা জানা যায়নি। অন্যদিকে রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ আগে একবার ইঙ্গিত করেছিলেন যে ডিসেম্বরেই এই ফোন লঞ্চ হতে পারে। শোনা গিয়েছে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সঙ্গে সঙ্গেই লঞ্চ হবে মোটরোলার ফোন মোটো এজ এক্স৩০। দুটো ফোনের মধ্যে কোন মডেল তুলনায় ভাল তা জানার জন্য অপেক্ষায় রয়েছে গ্যাজেট প্রেমীরা। বিশেষজ্ঞদের অনুমান, এই দুই সংস্থার স্মার্টফোন, একে অন্যকে জোরদার টক্কর দেবে।

একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি ২ প্রো ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে-

এই ফোনে থাকতে পারে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি জিটি ২ প্রো ফোনে। এছাড়াও এই ফোনে থাকবে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। আপাতত চিনেই এই ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে বা গ্লোবাল মার্কেটে এই ফোন কবে লঞ্চ হতে পারে, বা আদৌ হবে কিনা সে ব্যাপারে রিয়েলমি কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে কিছু জানাননি। এই ফোনের পিছনের অংশ অর্থাৎ ব্যাক প্যানেলে একটি ভার্টিকাল বা লম্বালম্বি ক্যামেরা মডিউল থাকতে পারে বলে শোনা গিয়েছে। যদিও এই ফোনের ক্যামেরা ফিচার প্রসঙ্গে কিছু জানা যায়নি। এখনও সেভাবে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের দিনই এই ফোনের লুক, ডিজাইন, দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ করবেন রিয়েলমি কর্তৃপক্ষ।

আরও পড়ুন- OnePlus Smartphone: ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনে রয়েছে আইসিআইসি ব্যাঙ্কের দুর্দান্ত ছাড়