AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সস্তার Samsung Galaxy A15 লঞ্চের আগে দাম ও ফিচার্স লিক

Samsung Galaxy A15 ফোনের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 139 মার্কিন ডলার হতে চলেছে। ভারতের মার্কেটে এই হ্যান্ডসেটই হাজির হতে পারে 11,600 টাকায়। এই দাম ধার্য করা হচ্ছে ফোনের 4GB/128GB মডেলের জন্য। এই ফোন প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হবে। তারপরই তা ধীরে ধীরে ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে হাজির হবে।

সস্তার Samsung Galaxy A15 লঞ্চের আগে দাম ও ফিচার্স লিক
নতুন ফোন নিয়ে আসছে স্যামসাং।
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 1:58 PM
Share

Samsung ভারতে একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে। বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে সেই হ্যান্ডসেটটি। সেই ফোনের নাম Samsung Galaxy A15। খুশির খবরটি হল, 4G এবং 5G এই দুই অবতারেই হাজির হবে ফোনটি। নাম শুনেই পরিষ্কার, Galaxy A14 ফোনের পরবর্তী প্রজন্ম হিসেবেই হাজির হতে চলেছে আসন্ন মোবাইলটি। এই ফোন প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হবে। তারপরই তা ধীরে ধীরে ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে হাজির হবে। এর মধ্যেই আবার Samsung Galaxy A15 ফোনটিকে দেখা গেল ওয়ালমার্টের অফিসিয়াল সাইটে। সেখান থেকে এই ফোনের ডিজ়াইন সংক্রান্ত একাধিক তথ্য জানা গিয়েছে।

Samsung Galaxy A15: ডিজ়াইন ও অন্যান্য তথ্য

ওয়ালমার্ট লিস্টিং অনুযায়ী, ফোনটিতে থাকছে একটি ওয়াটারড্রপ নচ। সেখানেই দেওয়া হচ্ছে সেলফি ক্যামেরা। ফ্ল্যাট এজ, স্ক্রিনের চারপাশে বেজ়েলও থাকছে। বাজেট মডেল হিসেবে ফোনের ডিজ়াইন সত্যিই নজরকাড়া। ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি দেওয়া হয়েছে ফোনের এক্কেবারে ডানদিকে। সেই বাটনটিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজে লাগানো যেতে পারে। বক্সি ডিজ়াইনের এই ফোন ব্যবহারকারীদের হাতে ধরার জন্য উন্নত গ্রিপিংও পাচ্ছে। ট্রিপল ক্যামেরা সেন্সর থাকছে, সেখানে একটি LED ফ্ল্যাশও দেওয়া হচ্ছে। ব্যাক প্যানেলে থাকছে স্যামসাং লোগো।

Samsung Galaxy A15: দাম কত হতে পারে

ওয়ালমার্ট লিস্টিং থেকে জানা গিয়েছে, Samsung Galaxy A15 ফোনের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 139 মার্কিন ডলার হতে চলেছে। ভারতের মার্কেটে এই হ্যান্ডসেটই হাজির হতে পারে 11,600 টাকায়। এই দাম ধার্য করা হচ্ছে ফোনের 4GB/128GB মডেলের জন্য।

Samsung Galaxy A15: ফিচার ও স্পেসিফিকেশন

6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হচ্ছে এই ফোনে, যার রিফ্রেশ রেট 90Hz এবং FHD+ রেজ়োলিউশন সাপোর্ট করছে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক চিপসেটের সাহায্যে। মনে করা হচ্ছে, সেটি ডাইমেনসিটি 6100+ প্রসেসর।

এই প্রসেসর পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনের। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2MP ডেপথ ক্যামেরাও থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হচ্ছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি থাকছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।