AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Mobile Price Rise: কী কাণ্ড! 20,000 টাকার Vivo, Redmi ফোনের দাম পাকিস্তানে এখন 1 লাখ টাকা

Pakistan Crisis: যে ফোন ভারতে 20,000 টাকায় পাওয়া যায়, সেই ফোনের দামই পাকিস্তানে এখন 1 লাখ টাকা। Apple iPhone-এর কথা তো ছেড়েই দিলাম। পাকিস্তানে অ্যাপল আইফোনের দাম 7 লাখ টাকারও বেশি।

Pakistan Mobile Price Rise: কী কাণ্ড! 20,000 টাকার Vivo, Redmi ফোনের দাম পাকিস্তানে এখন 1 লাখ টাকা
পাকিস্তানের হলোটা কী!
| Edited By: | Updated on: Jan 18, 2023 | 3:40 PM
Share

Mobile Price In Pakistan: ঋণে জর্জরিত পাকিস্তান। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ব্যাপক হারে নেমে গিয়েছে। জিনিসপত্রের দাম সে দেশে মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। একটা কলা বিকোচ্ছে 10 টাকায়। আর এমন একটা পরিস্থিতিতে মূলত চিন নির্ভর পাকিস্তানের স্মার্টফোনের বাজারদার শুনলে চক্ষু চড়কবৃক্ষে উঠবে! পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছে গিয়েছে, ভারতের তুলনায় সে দেশে এখন স্মার্টফোনের দাম 4 গুণেরও বেশি। যে ফোন ভারতে 20,000 টাকায় পাওয়া যায়, সেই ফোনের দামই পাকিস্তানে এখন 1 লাখ টাকা। Apple iPhone-এর কথা তো ছেড়েই দিলাম। পাকিস্তানে অ্যাপল আইফোনের দাম 7 লাখ টাকারও বেশি।

25 হাজার টাকা মূল্যের ফোনের দাম 1 লাখ টাকা

ভারতে আপনি 20,000 টাকা থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন Vivo V25। সেই দাম অনেক সময় নির্ভর করে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের অফারের উপর। কিন্তু মিড-রেঞ্জ সেগমেন্টের এই Vivo V25 ফোনের দাম পাকিস্তানে কত জানেন? সে দেশে এই ফোন কিনতে গেলে 1.09 লাখ টাকা খরচ করতে হবে। অন্য দিকে Vivo V25e-র দাম পাকিস্তানে 89,999 টাকা, যা ভারতে এখন মাত্র 25,000 টাকায় বিক্রি হচ্ছে।

Maruti Suzuki WagonR-এর দামে মিলবে Galaxy Z Fold 4

পাকিস্তানে Samsung Galaxy Z Fold 4 ফোনটির দাম 4 লাখ 19 হাজার টাকা। এই দামে আপনি ভারতে একটা Maruti Suzuki-র গাড়ি পেয়ে যাবেন। এই মুহূর্তে ভারতে নতুন Maruti Suzuki WagonR-এর দাম মাত্র 4.19 লাখ টাকা। অন্য দিকে পাকিস্তানে Samsung Galaxy Z Flip 4-এর দাম 2 লাখ 64 হাজার টাকা। আবার সে দেশে Samsung Galaxy A73 ফোনটির দাম 1 লাখ 43 হাজার টাকা। এছাড়াও Xiaomi 11T Pro-র দাম 1 লাখ টাকার বেশি।

Apple iPhone-এর দাম কত পাকিস্তানে

পাকিস্তানে iphone 13-র দাম 2 লাখ 73 হাজার টাকা, যা ভারতে 50 হাজার টাকারও কম দামে পাওয়া যায়। অন্য দিকে Apple iPhone 13 Pro Max-এর দাম 3 লাখ 73 হাজার টাকা। Apple iPhone 14 Pro Max-এর 6 GB RAM এবং 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7 লাখ 21 হাজার টাকা।