Vivo Y55s: ভিভো ‘ওয়াই’ সিরিজের আসন্ন এই স্মার্টফোন দেখা গিয়েছে TENAA লিস্টিংয়ে, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

TENAA লিস্টিংয়ে যে ভিভো ওয়াই৫৫এস ফোনের নাম দেখা গিয়েছে সেটা সবার প্রথম খেয়াল করেছিল সংবাদসংস্থা 91Mobiles। এখানে এই স্মার্টফোনের মডেল নম্বর ভি২১৬৪এ বলা হয়েছে। 

Vivo Y55s: ভিভো 'ওয়াই' সিরিজের আসন্ন এই স্মার্টফোন দেখা গিয়েছে TENAA লিস্টিংয়ে, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 7:23 AM

ভিভো ওয়াই৫৫এস ফোনের নাম দেখা গিয়েছে TENAA লিস্টিংয়ে। এর ফলে অনুমান করা হচ্ছে যে, চিনে খুব তাড়াতাড়িই লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। এর পাশাপাশি TENAA লিস্টিংয়ের মাধ্যমে ভিভো ‘ওয়াই’ সিরিজের আসন্ন ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ফোনে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। ভিভো ওয়াই৫৫এস ফোনের টপ ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। আর থাকতে পারে ৪৯১০mAh ব্যাটারি। সম্প্রতি চিনের টেলিকম প্ল্যাটফর্মেও দেখা গিয়েছে ভিভো ওয়াই৫৫এস ফোনের নাম। TENAA লিস্টিংয়ে যে ভিভো ওয়াই৫৫এস ফোনের নাম দেখা গিয়েছে সেটা সবার প্রথম খেয়াল করেছিল সংবাদসংস্থা 91Mobiles। এখানে এই স্মার্টফোনের মডেল নম্বর ভি২১৬৪এ বলা হয়েছে।

ভিভো ওয়াই৫৫এস ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন

  • এই ফোনে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে।
  • তিনটি র‍্যাম, যথাক্রমে- ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি এবং দু’টি স্টোরেজ কনফিগারেশন ১২৮ জিবি ও ২৫৬ জিবি— এই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই৫৫এস ফোন।
  • এই ফোনে একটি মিডিয়াটেক Dimensity ৭০০ প্রসেসর থাকতে পারে বলে অনুমান করছে চায়না টেলিকম লিস্টিং।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে ভিভো ওয়াই৫৫এস ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে আবার ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে।
  • এছাড়াও এই ফোনের সামনের ডিসপ্লেতে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার থাকতে পারে।
  • ভিভো ওয়াই৫৫এস ফোনে ৪৯১০mAh ব্যাটারি থাকতে পারে। এমনটা বলা হয়েছে TENAA লিস্টিংয়ে। অন্যদিনে, চায়না টেলিকম লিস্টিং অনুসারে ভিভো ওয়াই৫৫এস ফোনে ৬০০০mAh বায়টারি থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ওজন হতে পারে ১৯৯.৮ গ্রাম।
  • চায়না টেলিকম লিস্টিং অনুসারে, ভিভো ওয়াই সিরিজের আসন্ন এই স্মার্টফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity ৭০০ প্রসেসর। এছাড়াও ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেনসর সেট করার জন্য থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন।
  • এছাড়াও চায়না টেলিকম লিস্টিংয়ে বলা হয়েছে ভিভো ওয়াই৫৫এস ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে CNY ১৮৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২২,২০০ টাকা।
  • সেরামিক ব্ল্যাক এবং মিরর লেক ব্লু— এই দুই রঙে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের এই স্মার্টফোন। শোনা যাচ্ছে, ৪ ডিসেম্বর চিনে লঞ্চ হতে পারে এই ফোন।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ভিভো ওয়াই৫৫এস ফোনে থাকতে পারে ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই, টাইপ- সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক। ডুয়াল সিমের স্লট থাকতে পারে এই ফোনে। পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১- র সাহায্যে।

আরও পড়ুন- Oppo Mysterious Smartphone: রহস্যময় ওপ্পো স্মার্টফোনের দেখা মিলল টেনা লিস্টিংয়ে, লিক হল একাধিক স্পেসিফিকেশনস