Oppo Mysterious Smartphone: রহস্যময় ওপ্পো স্মার্টফোনের দেখা মিলল টেনা লিস্টিংয়ে, লিক হল একাধিক স্পেসিফিকেশনস
Oppo Upcoming Smartphone: নতুন ফোন নিয়ে আসছে ওপ্পো। তার ফিচার্স ও ডিজাইন লিক হলেও এখনও পর্যন্ত নাম জানা যায়নি।
চিনে খুব সম্প্রতি রেনো সিরিজ লঞ্চ করেছে ওপ্পো। আর সেই কারণে চলতি বছরে এই স্মার্টফোন-মেকার আর কোনও ফোন লঞ্চ করবে বলে মনে হচ্ছে না। তবে একটি নতুন স্মার্টফোন, যার মডেল নম্বর PESM10, দেখা গিয়েছে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে। আর সেখান থেকেই মনে করা হচ্ছে, ওপ্পো এই বছর শেষ হওয়ার আগেই একটি নতুন ফোন লঞ্চ করতে পারে। সার্টিফিকেশন থেকে সেই ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ডিজাইনের এক ঝলকও দেখা গিয়েছে।
সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১২ দ্বারা চালিত হতে চলেছে। পাশাপাশি জানা গিয়েছে, মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। সেগুলি হল, নীল, কালো এবং গোলাপি। যদিও এর থেকে বেশি এই স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি। টেনা সার্টিফিকেশন সাইটে এই ফোনের অন্যান্য আরও যে সব স্পেসিফিকেশনস উল্লেখ করা হয়েছে, সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
এই ওপ্পো স্মার্টফোনে থাকছে একটি ৬.৫৬ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে। সেই ডিসপ্লের ঠিক উপরের বাঁ দিক ঘেঁষে থাকছে সেলফির জন্য একটি পাঞ্চ-হোল কাট। ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হচ্ছে ডুয়াল-ক্যামেরা সিস্টেম এবং সিঙ্গেল LED ফ্ল্যাশ। ক্যামেরা মডিউল রেক্টাঙ্গুলার হলেও সেন্সরগুলি ভার্টিকালি বসানো হয়েছে। ক্যামেরা ইউনিটে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হচ্ছে এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেখান থেকেই মনে করা হচ্ছে, মিডরেঞ্জ সেগমেন্টের ফোন হতে চলেছে এই ওপ্পো মডেল। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।
পারফরম্যান্সের জন্য ফোনে একটি অজানা অক্টা-কোর চিপসেট দেখা গিয়েছে, যা পেয়ার করা রয়েছে ৬জিবি ও ৮জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এছাড়া এই ফোনের আরও দুটি স্টোরেজ অপশন থাকতে পারে – ৬৪জিবি এবং ১২৮জিবি। শক্তিশালী একটি ৪৮৯০এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে এই ফোনে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে তার চার্জিং ক্যাপাসিটি এখনও পর্যন্ত জানা যায়নি।
এর চেয়ে বেশি এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ফোনটি চিনেই সবার প্রথম লঞ্চ হতে পারে। তার পরে ভারত এবং বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ হবে।
আরও পড়ুন: Oppo Pad: ভারতে লঞ্চ হতে পারে ওপ্পোর প্রথম ট্যাবলেট, কবে এই ট্যাব আসছে দেশে?
আরও পড়ুন: Best Smartphones: ৩০ হাজার টাকা বাজেটে এই মুহূর্তের সেরা ৫ স্মার্টফোন, তালিকা দেখে নিন