AI ফিচারের ক্যামেরা দিয়ে নয়া ফোন লঞ্চ করল Motorola, ছুঁতে পারবে না জলও

Apr 03, 2024 | 4:59 PM

Moto Edge 50 Pro 5G Price: কোম্পানিটি ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য Moto Edge 50 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি AI Pro গ্রেড ক্যামেরা সেন্সর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যা 1.5k রেজোলিউশন এবং 144 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

AI ফিচারের ক্যামেরা দিয়ে নয়া ফোন লঞ্চ করল Motorola, ছুঁতে পারবে না জলও

Follow Us

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার এখন সর্বত্র। তবে ফোনেও AI-কে স্থান দিয়েছে অনেক কোম্পানি। এবার সেই AI ফিচার দিয়েই একটি ফোন বাজারে আনল Motorola। কোম্পানিটি ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য Moto Edge 50 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি AI Pro গ্রেড ক্যামেরা সেন্সর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যা 1.5k রেজোলিউশন এবং 144 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এই ফোনে আপনি AI চালিত ক্যামেরা ফিচার পাবেন। যেমন AI অ্যাডাপটিভ স্ট্যাবিলাইজেশন, অটো ফোকাস ট্র্যাকিং, AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন এবং টিল্ট মোড। কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও, আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে Motorola ব্র্যান্ডের এই লেটেস্ট ফোনটি কিনতে পারবেন।

এতে আর কী কী ফিচার রয়েছে?

এই ফোনটিতে একটি 6.7 ইঞ্চি 1.5k রেজোলিউশনের pOLED ডিসপ্লে রয়েছে, যা 2000 nits সর্বোচ্চ ব্রাইটনেশ পাবেন। এই ফোনটি আপনাকে 144 Hz রিফ্রেশ রেট দেবে। ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা থাকবে। এই ফোনটিতে একটি 4500 mAh ব্যাটারি রয়েছে, যা 125 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস দ্রুত চার্জ সাপোর্ট করে।

দাম কত?

Moto Edge 50 Pro স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 256 জিবি স্টোরেজ (68 ওয়াট চার্জার সহ) সহ 8 জিবি র‌্যামের ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 29,999 টাকা। 256 জিবি স্টোরেজ (125 ওয়াট চার্জার সহ) ভ্যারিয়েন্টের 12 জিবি র‍্যামের দাম 33,999 টাকা।

 

Next Article