Moto G54 5G স্মার্টফোন এখন 3 হাজার টাকা সস্তা, পাওয়া যাচ্ছে প্রচুর অফারও

Moto G54 5G Offers: এই 5G ফোনটিতে একটি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন রয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 7020 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে।

Moto G54 5G স্মার্টফোন এখন 3 হাজার টাকা সস্তা, পাওয়া যাচ্ছে প্রচুর অফারও

Jan 25, 2024 | 12:34 PM

হ্যান্ডসেট নির্মাতা Motorola গত বছর অর্থাৎ 2023-এ Moto G54 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই বিরাট জনপ্রিয়তা পেয়েছিল। তার কারণ হল এটি 5G স্মার্টফোন, যা অনেক কম দামে লঞ্চ করেছিল কোম্পানিটি। আপনি যদি ফোনটি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। Moto G54 5G ফোনটিতে 3,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টে কিনতে পারবেন। এমনকী এই ফোনে Flipkart-এ ব্যাঙ্কের অফার পাওয়া যাচ্ছে, আপনি কানারা ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক এবং IDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টে 10 শতাংশ (2000 টাকা পর্যন্ত) ছাড় পাবেন।

এখন Moto G54 5G-এর দাম কত?

Motorola-এর এই 5G ফোনের দু’টি ভ্যারিয়েন্ট রয়েছে, 128 GB স্টোরেজ সহ 8 GB RAM এবং 256 GB স্টোরেজ সহ 12 GB RAM। গত বছর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 18,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই সব ভ্যারিয়েন্টেই 3,000 টাকা কমানো হয়েছে। ফলে আপনি 13,999 টাকায় 128 জিবি ভ্যারিয়েন্ট এবং 15,999 টাকায় 256 জিবি ভ্যারিয়েন্ট পাবেন। আপনি এই ডিভাইসটি তিনটি রঙে কিনতে পারবেন, পার্ল ব্লু, মিডনাইট ব্লু এবং মিন্ট গ্রিন।

Moto G54 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

মটোরোলার এই 5G ফোনটিতে একটি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন রয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 7020 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে, একটি 8 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।

ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 5G কানেক্টিভিটি ছাড়াও স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন।