কাওয়াসাকির নতুন বাইক Ninja ZX-10R, ভারতে দাম প্রায় ১৫ লক্ষ টাকা
রোড, রেন, স্পোর্ট, রাইডার--- এই চারটি মোড রয়েছে নতুন এই বাইকে।
ভারতে নতুন বাইক লঞ্চ করল কাওয়াসাকি। তাদের বিখ্যাত মডেল নিনজার নতুন ভার্সান Ninja ZX-10R লঞ্চ করেছে এই বাইক নির্মাণ সংস্থা। ভারতের বাজারে এই বাইকের দাম ১৪,৯৯,০০০ টাকা (এক্স শোরুম)। নিনজার এই আপডেটেড ভার্সানের বাইক পাওয়া যাবে দু’টি রঙে। লাইম গ্রিন এবং ফ্ল্যাট এবনি টাইপ ২— এই দুই রঙে পাওয়া যাবে নিনজার নতুন বাইক। কাওয়াসাকির এই নতুন বাইকে ডিজাইনে এসেছে বেশ কিছু পরিবর্তন। স্টাইলের আপডেটের সঙ্গে প্রযুক্তিগত পরিবর্তনও রয়েছে নিনজার নতুন মডেলে। এই সমস্ত আপডেটের ফলে, Ninja ZX-10R বাইক চালিয়ে আরোহীরা দারুণ অভিজ্ঞতা পাবেন বলে দাবি করেছে সংস্থা।
নিনজার নতুন মডেলের ডিজাইন আগের থেকে আরও শার্প হয়েছে। aerodynamic upper cowl, আপডেটেড হ্যান্ডেলবার, নতুন ডিজাইনের tail cowl- এর পাশাপাশি tail cowl- এর ডিজাইনেও রয়েছে নতুনত্ব। footpeg এবং Kawasaki River Mark- এর জায়গারও বদল হয়েছে। স্টাইলের আপডেট ছাড়াও এই বাইকে রয়েছে নতুন এক্সটিরিয়র ফিচার। এলইডি লাইটিং, Bluetooth-enabled TFT কালার ইন্সট্রুমেন্ট কনসোল। এর পাশাপাশি নতুন মিটার সংযোগ করা হয়েছে কাওয়াসাকির RIDEOLOGY THE APP- এর সঙ্গে। রোড, রেন, স্পোর্ট, রাইডার— এই চারটি মোড রয়েছে নতুন এই বাইকে। সেই সঙ্গে ৪.৩ ইঞ্চির TFT colour instrument console- এ রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি।
ইঞ্জিনের বিশেষত্ব-
কাওয়াসির নতুন বাইক Ninja ZX-10R- এ রয়েছে BS 6-compliant 998 cc, লিকুইড-কুলড, ইন-লাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন। এই অত্যাধুনিক ইঞ্জিন 200bhp এবং 114Nm peak torque দিতে পারে। এর সঙ্গে থাকবে valve actuation সিস্টেম। এছাড়াও থাকছে air-cooled oil cooler।
ইলেকট্রনিক্স ফিচারের মধ্যে রয়েছে ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল, এঞ্জিন ব্রেক কন্ট্রোল, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, Öhlins ইলেকট্রনিক স্টিয়ারিং ড্যাম্পার, কর্নারিং ম্যানেজমেন্ট ফাংশান, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, লঞ্চ কন্ট্রোল, পাওয়ার মোড, রাইডিং মোড এবং একটি বাইডিরেকশনাল কুইক শিফটার।