Realme Narzo 60x ফোন‌ একদম সস্তায় কেনার সুযোগ, অফার বাকি আর কয়েক ঘণ্টা মাত্র

Realme Narzo 60x Offers: এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.72-ইঞ্চি IPS LCD প্যানেল রয়েছে। এছাড়াও, এই ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অনেকগুলো কাজ একসঙ্গে করা যায় বলে দাবি কোম্পানির।

Realme Narzo 60x ফোন‌ একদম সস্তায় কেনার সুযোগ, অফার বাকি আর কয়েক ঘণ্টা মাত্র

Jan 19, 2024 | 5:03 PM

ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্টে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে Republic Day Sale-এর আয়োজন করা হয়েছে। এই সেল চলতি মাসের 14 তারিখ থেকে শুরু হয়েছে। তবে আজ অর্থাৎ 19 জানুয়ারিই এর শেষ দিন। এই সেলে প্রচুর জিনিসের উপর ছাড় দেওয়া হচ্ছে। সেই তালিকায় স্মার্টফোন ও স্মার্টওয়াচ ছাড়া আরও অনেক ইলেকট্রনিক জিনিস রয়েছে। সেই তালিকাতেই এবার যোগ হল Realme-এর একটি জনপ্রিয় ফোন। আজ অর্থাৎ 19ই জানুয়ারি বিক্রির শেষ দিন। এই সেলে Realme Narzo 60x-এ বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনি এই ফোনটি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না।

কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে?

সেল চলাকালীন এই ফোনে 1,800 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। Realme Narzo 60x স্মার্টফোনটি 4GB + 128GB এবং 6GB + 128GB-এই দুটি ভ্যারিয়েন্টে রয়েছে। আর এই ছাড় আপনি উভয় ভ্যারিয়েন্টেই পাবেন। ছাড়ের পরে, এই ফোনগুলি আপনি 11,499 টাকা (4GB + 128GB) এবং 12,499 টাকায় (6GB + 128GB) কেনা যাবে। এই ফোনে আপনি এক্সচেঞ্জ অফার এবং কুপন ডিসকাউন্টও পাবেন। এছাড়া রয়েছে অনেক ব্যাঙ্ক অফার। তবে এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত মেনে চলতে হবে। আপনার কাছে যদি কোনও পুরনো ফোন থাকে, আপনি সেটি Flipkart-এ দিতেই পারেন। কিন্তু ফোনটির অবস্থা ভাল হতে হবে। এমনকী লেটেস্ট মডেল হলে ছাড় বেশি পাবেন।

ফিচার ও স্পেসিফিকেশন দেখে তবেই কিনুন:

ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.72-ইঞ্চি IPS LCD প্যানেল রয়েছে। এছাড়াও, এই ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অনেকগুলো কাজ একসঙ্গে করা যায় বলে দাবি কোম্পানির।

এই Realme স্মার্টফোনের পিছনে একটি 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ, 8MP সেলফি ক্যামেরা, ব্লুটুথ 5.2 এবং সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আপনি এই ফোনটি বেগুনি এবং সবুজ রঙে কিনতে পারবেন। তাহলে আর দেরি না করে সেলের এই শেষ দিনে কিনে নিন।