রিলায়েন্স জিও (Reliance Jio) তিনটি নতুন প্ল্যান চালু করেছে। তবে সেগুলি একটি আন্তর্জাতিক প্ল্যান। অর্থাৎ UAE, USA এবং বার্ষিক প্যাক। এই নতুন প্ল্যানের তালিকায়, UAE প্ল্যানগুলি 898 টাকা থেকে শুরু হয়, আর USA প্ল্যানগুলি 1,555 টাকা থেকে শুরু। এছাড়াও, ইন-ফ্লাইট প্যাকের দাম মাত্র 195 টাকা থেকে শুরু। অর্থাৎ এবার যদি আত্মীয় পরিজন, বন্ধু কেউ বিদেশে থাকে, তাহলে কোনও খরচ ছাড়াই তাদের সঙ্গে কথা বলতে পারবেন। জেনে নেওয়া যাক এই সমস্ত প্ল্যানে কী কী সুবিধা রয়েছে।
UAE-এর প্ল্যানে কী কী রয়েছে?
প্রথম প্ল্যান: 898 টাকা- এই প্ল্যানের বৈধতা 7 দিন, যাতে 100 টি SMS, 100 মিনিট ইনকামিং এবং আউটগোয়িং সহ 1GB ডেটা পাওয়া যায়।
দ্বিতীয় প্ল্যান: 1,598 টাকা- এই প্ল্যানের বৈধতা 14 দিন, যাতে 100টি এসএমএস, 150 মিনিট ইনকামিং এবং আউটগোয়িং এবং 3GB ডেটা পাবেন।
তৃতীয় প্ল্যান: 2,998 টাকা- এই প্ল্যানের বৈধতা 21 দিন, যাতে 100টি SMS, 250 মিনিট ইনকামিং এবং আউটগোয়িং এবং 7GB ডেটা পাবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং আমেরিকান দ্বীপপুঞ্জের জন্যও প্ল্যান রয়েছে:
প্রথম প্ল্যান: 1,555 টাকা- এই প্ল্যানের বৈধতা 10 দিন, যাতে 100টি SMS, 150 মিনিট ইনকামিং এবং আউটগোয়িং এবং 7GB ডেটা পাওয়া যাচ্ছে।
দ্বিতীয় প্ল্যান: 2,555 টাকা- এই প্ল্যানের বৈধতা 21 দিন, যাতে 100টি SMS, 250 মিনিট ইনকামিং এবং আউটগোয়িং এবং 15GB ডেটা পাওয়া যায়।
তৃতীয় প্ল্যান: 3,455 টাকা- এই প্ল্যানের বৈধতা 30 দিন, যাতে 100টি SMS, 250 মিনিট ইনকামিং এবং আউটগোয়িং এবং 25GB ডেটা পাবেন।
51টি দেশের জন্য বার্ষিক প্ল্যান এনেছে:
Jio আন্তর্জাতিক রোমিং প্ল্যান হিসেবে একটি বার্ষিক প্ল্যানও চালু করেছে, যার বৈধতা 365 দিন অর্থাৎ পুরো এক বছর। এই প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে 2,799 টাকা। এতে পাবেন 100 মিনিট কল, 100 SMS এবং 2GB ডেটা। এই প্ল্যানের অধীনে আপনি 51টি দেশে Jio-এর রোমিং সুবিধা পেয়ে যাবেন।