Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Resident Evil 4: এই গেমের ভার্চুয়াল রিমেক লঞ্চ হতে চলেছে Oculus Quest 2 হেডসেটের জন্য

ক্যাপকমের তরফেই এই খবর প্রথম প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই এই গেমের ক্ষেত্রে একজন ক্ল্যাসিক শুটারের দেখা পাওয়া গিয়েছে। সেই সঙ্গে রিলিজ হয়েছে নন-ভিআর 'রেসিডেন্ট ইভিল ভিলেজ'- এর ট্রেলরও।

Resident Evil 4: এই গেমের ভার্চুয়াল রিমেক লঞ্চ হতে চলেছে Oculus Quest 2 হেডসেটের জন্য
ভিআর- এর ক্ষেত্রে এই প্রথম নয়, এর আগেই রেসিডেন্ট ইভিল সিরিজ লঞ্চ করা হয়েছে।
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 2:24 PM

রেসিডেন্ট ইভিল গেমের ফ্যানদের জন্য আসছে সুখবর। এই গেমের ফোর্থ ইনস্টলমেন্ট অর্থাৎ সিজন ৪- এর ফের রিলিজ হবে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর- এর জন্য। আর সেটা রি-রিলিজ হবে ‘Oculus Quest 2’ হেডসেটে। জানা গিয়েছে, রেসিডেন্ট ইভিল সিরিজের পাবলিশার ক্যাপকম এবং Oculus- এর পেরেন্ট কোম্পানি ফেসবুক যৌথ ভাবে রেসিডেন্ট ইভিল ৪- এর রি-রিলিজ করাচ্ছে ভিআর- এর ক্ষেত্রে। তাদের এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে independent studio Armature।

ক্যাপকমের তরফেই এই খবর প্রথম প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই এই গেমের ক্ষেত্রে একজন ক্ল্যাসিক শুটারের দেখা পাওয়া গিয়েছে। সেই সঙ্গে রিলিজ হয়েছে নন-ভিআর ‘রেসিডেন্ট ইভিল ভিলেজ’- এর ট্রেলরও। আগামী ২১ এপ্রিল রেসিডেন্ট ইভিল ৪- এর পুনরায় রিলিজ এবং নন-ভিআর গেমের ব্যাপারে আরও বিশদে জানাবে Oculus এবং Facebook Reality Lab। জানা গিয়েছে, এ যাবৎ ‘রেসিডেন্ট ইভিল’- এর শোকেসে গিয়ে নতুন করে গেম রিলিজের ব্যাপারে ঘোষণা করা হয়েছে। তবে আগামী দিনে ফেসবুল নিজেই কোয়েস্টের জন্য নিজস্ব ভিআর শোকেসের আয়োজন করবে। আর সেখানেই বাকি খুঁটিনাটি ঘোষণা করা হবে।

ভিআর- এর ক্ষেত্রে এই প্রথম নয়, এর আগেই রেসিডেন্ট ইভিল সিরিজ লঞ্চ করা হয়েছে। ২০১৭ সালে ফার্স্ট পার্সন গেম ‘রেসিডেন্ট ইভিল ৭’ খেলার সুযোগ দেওয়া হয়েছিল প্লেস্টেশন ভিআর হেডসেটে। পুরো গেমটাই খেলার সুযোগ পেয়েছিলেন গেমাররা। এ জন্য ফিডব্যাকও এসেছিল বেশ মারাত্মক। গেমারদের একাংশের দাবি ছিল, আরও ভয়ঙ্কর হয়ে গিয়েছে গেম। সেই সঙ্গে তাঁরা এও বলেছিলেন যে মোটেও সহজে খেলা যাচ্ছিল না পুরো গেমটা।

আরও পড়ুন- অবিকল মানুষের মুখের আদলের ‘মেটা-হিউম্যান’, তৈরি হবে এপিক গেমসের নতুন টুলের সাহায্যে

নতুন গেমের ক্ষেত্রেও ক্যাপকম একটি ভিআর অনলি ডেমো ভার্সান রিলিজ করবে। এবার কেবলমাত্র ভিআর হেডসেটের জন্যই বিশেষ ভাবে ‘রেসিডেন্ট ইভিল ৪’ গেমটি ডিজাইন করা হয়েছে। শুধু ভিআর নয় ফেসবুকের standalone Oculus Quest 2- এর জন্যও এই গেম স্পেশ্যাল ভাবে ডিজাইন করা হয়েছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে আদৌ রেসিডেন্ট ইভিল ৪ গেমটি অরিজিনাল কোয়েস্টে খেলা যাবে কিনা। তবে এর আগে Oculus সমস্ত কোয়েস্ট গেমেকেই দু’ধরণের হেডসেটে যাতে খেলা যায়, সেভাবেই তৈরি করত।