Apple MacBook Air M1: ভারতে প্রায় ১৩ হাজার টাকা ছাড় রয়েছে অ্যাপেলের এই ল্যাপটপে, নতুন দাম কত?

অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপে রয়েছে ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি এবং দুটো থান্ডারবোল্ট পোর্ট। সংস্থার দাবি, প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে অ্যাপেলের এই ল্যাপটপে।

Apple MacBook Air M1: ভারতে প্রায় ১৩ হাজার টাকা ছাড় রয়েছে অ্যাপেলের এই ল্যাপটপে, নতুন দাম কত?
ভারতে অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১- এর উপর রয়েছে ব্যাপক ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 2:27 PM

ভারতে অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১- এর ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। যাঁরা ম্যাকবুক এয়ার এম১ কিনতে চাইছেন। বছর শেষে তাঁদের কথা ভেবেই এই সুযোগ দিচ্ছে অ্যাপেল সংস্থা। গত বছর অর্থাৎ ২০২০ সালে ভারতে লঞ্চ হয়েছিল অ্যাপেলের এই ল্যাপটপ। লঞ্চের সময় অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপের দাম ছিল ৯২,৯০০ টাকা। তবে এবার ম্যাকবুক এয়ার এম১- এর দামের উপর ৭৪০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। দ্য ইম্যাজিন স্টোর- অ্যাপেলের অফিশিয়াল রিসেলারের তরফে এই ছাড় প্রযোজ্য হয়েছে। আর এই ছাড় যুক্ত হওয়ার পর অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১- এর দাম হয়েছে ৮৫,৫০০ টাকা।

এর পাশাপাশি অ্যাপেলের এই ল্যাপটপের উপর রয়েছে ব্যাঙ্ক অফার। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড যাঁদের রয়েছে, তাঁরা সেই কার্ড ব্যবহার করে অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১ কিনলে, ৬০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইএমআই ট্রানজাকশনের (এইচডিএফসি ব্যাঙ্ক) ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে এই ক্যাশব্যাক অফার। এইচডিএফসি ব্যাঙ্কের ক্যাশব্যাক অফার এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্ট একসঙ্গে করলে দেখা যাচ্ছে যে ম্যাকবুক এয়ার এম১ কেনা যাবে ৭৯,৫০০ টাকায়। চলতি বছর এই দামে এখনও পর্যন্ত বিক্রি হয়নি ম্যাকবুক এয়ার এম১। এর আগে অক্টোবর মাসে অ্যামাজনে অ্যাপেলের এই ল্যাপটপে উপর ৯০০০ টাকার আশপাশে ছাড় দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১- এর দাম হয়েছিল ৮০,৯০০ টাকা। তবে এবার সমস্ত ছাড় মিলিয়ে ম্যাকবুক এয়ার এম১- এর যা দাম হয়েছে, আসল দামের তুলনায় এতটা কম দাম এর আগে লক্ষ্য করা যায়। তাই আর অপেক্ষা না করে আগ্রহী ক্রেতারা কিনেই ফেলুন অ্যাপেল ম্যাকবুক এয়ার এম১।

ম্যাকবুক এয়ার এম১ অ্যাপেলের প্রথম ডিভাইস বা ল্যাপটপ যেখানে সংস্থার নিজস্ব চিপসেট এম১ রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ জিবি মেমরি এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ। এই ল্যাপটপে রয়েছে রেটিনা ডিসপ্লে। তার সঙ্গে আবার এই ল্যাপটপে রয়েছে অ্যাপেলের ট্রু টন এবং ব্যাকলিট ম্যাজিক কিবোর্ড। এছাড়াও ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপে রয়েছে টাচ আইডি ফিচার। ল্যাপটপের পাওয়ার অন করা বাটনে এই ফিচার দেখা যাবে। অ্যাপেল সংস্থার তরফে জানানো হয়েছে যে, তাদের ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপ তাদের অন্যতম সেরা ল্যাপটপ, যা একাধিক কাজ করতে সক্ষম। সেই সঙ্গে এক লক্ষ টাকার কম দামে এই ল্যাপটপ পাওয়া যাবে।

অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপে রয়েছে ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি এবং দুটো থান্ডারবোল্ট পোর্ট। সংস্থার দাবি, প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে অ্যাপেলের এই ল্যাপটপে। ১৩.৩ ইঞ্চির এলইডি ব্যাকলিট ডিসপ্লে রয়েছে ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ৭২০পি ফেসটাইম এইচডি ক্যামেরা এবং স্টিরিয়ো স্পিকার। ১,২০ কিলোগ্রাম ওজন এই ল্যাপটপের।

আরও পড়ুন- Instagram Playback Feature: ২০২১ সালের সেরা ১০ স্টোরি ইউজারদের রিক্যাপ আকারে দেখাবে ইনস্টাগ্রাম