
অ্যাপেলের যে কোনও ডিভাইসে অফার দিলেই, তা সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে যায়। এমনিতেই কোম্পানিটি তার প্রিমিয়াম প্রোডাক্টের জন্য জনপ্রিয়। ফলে দাম অন্য সব ডিভাইসের তুলনায় বেশ অনেকটাই বেশি। অনেকে কেনার প্ল্যান করেও, কিনে উঠতে পারেন না। তাই যদি আপনিও একটি নতুন ল্যাপটপ কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। Apple MacBook Air, MacBook Pro, Mac Mini এবং iMac অর্ডার করার আগে অবশ্যই এই অফার সম্পর্কে জেনে নিন। এই ডিভাইসগুলি কোম্পানি 2020 সালে লঞ্চ করেছিল। কিন্তু এখন আপনি এটি অনেক সস্তায় কিনতে পারবেন।
ইমাজিন স্টোরে (Imagine Store) ক্রিসমাস সেল শুরু হয়েছে। HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি 5,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। একই সময়ে, 10,000 টাকার বিনিময় বোনাসও দেওয়া হচ্ছে। আপনি অনেক মডেলে এই অফার পাচ্ছেন। কিন্তু বিশেষ বিষয় হল, এই অফারটি MacBook এবং Mac Mini-এও পাওয়া যাচ্ছে। Apple M1 MacBook Air (256GB) মাত্র 46,918 টাকায় কিনে ফেলতে পারবেন। অর্থাৎ 50 হাজার টাকার কম দামে আপনি এই ল্যাপটপটি পেতে পারেন।
যেখানে MacBook Air-এর আসল দাম হল 99,900 টাকা। এর মধ্যে 17,982 টাকার ইনস্ট্যান্ট ছাড়ও রয়েছে। HDFC কার্ডের সাহায্যে পেমেন্ট করলে 5,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। যেখানে এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি 10 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেয়ে যাবেন। তবে এটি ক্যাশফাই থেকে পাবেন। অ্যাপল 14 ইঞ্চি ম্যাকবুক প্রো এবং 16 ইঞ্চি ম্যাকবুক প্রো (M2 চিপস) এও আলাদা ডিসকাউন্ট পাওয়া যাবে।
এছাড়াও আপনি iPhone-এ বিভিন্ন অফার পাবেন। আপনি যদি iPhone 15 Pro কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আপনি 4 হাজার টাকার অতিরিক্ত ছাড় পাবেন। তবে এর জন্য আপনাকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এর পরে 128GB ভ্যারিয়েন্টের জন্য আপনাকে 1,30,900 টাকা খরচ করতে হবে।