অফিসে দেরি হয়ে গিয়েছে, তারউপরে কোনও মতেই এখন বেশি সময় নিয়ে জল গরম করা যাবে না। ফলে শীতে কাঁপতে কাঁপতেই স্নান সেরে নিলেন। আর পরের দিন জ্বর, সর্দি, কাশিতে জেরবার। তাহলে উপায় কী? গিজ়ার কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারছেন না, দাম বেশি হওয়ায়। তবে এবার আপনাকে এমন একটি জিনিসের খোঁজ দেওয়া হবে, যাতে আপনি মাত্র কয়েক সেকেন্ডে জল গরম করে নিতে পারবেন। তাও আবার কম খরচে। গিজার ছাড়াও অনেকে ওয়াটার হিটার রড ব্যবহার করতে পছন্দ করে। কারণ এতে সহজেই জল গরম করা যায়। কিন্তু তাতে একটাই সমস্যা হয়। তা হল, যে কোনও সময় বৈদ্যুতিক শক লাগতে পারে। কখনও আবার ব্যবহার করতে করতে বাস্টও হয়ে যায়। ফলে এই সব কিছু ছেড়ে আপনি একটা গিজার বালতি কিনে নিতে পারেন।
চুটকিতে জল গরম করবে গিজার বালতি
শুনেই চমতকে গেলেন তো? ভাবছেন এটা আবার কী জিনিস? আপনি অ্যামাজন থেকে আবিরমি ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটার (Abirami Instant Bucket Water Heater) কিনতে পারেন। এই ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটারটি ব্যাচেলরদের জন্য বেশ উপযুক্তি। এতে বিল্ট ইন ওয়াটার হিটার সিস্টেম রয়েছে। এমতাবস্থায় এই বালতিতে বারবার হিটার বসানোর প্রয়োজন নেই। বালতিতে জল দিলেই গরম হবে নিজে থেকে। যেহেতু এটিতে একটি বিল্ট ইন ওয়াটার হিটার রয়েছে, তাই জল সরাসরি গরম করে নিতে পারবেন। এমনকি এই গিজ়ার বালতিটি নিরাপত্তার দিক থেকেও খুব ভাল। কোনও রকম বৈদ্যুতিক শক লাগার সম্ভবনা নেই।
কত টাকা খরচ করতে হবে?
এই বালতিতে আপনি 20 লিটার জল একসঙ্গে গরম করে নিতে পারবেন। বালতি থেকে সহজে জল বের করার জন্য একটি ট্যাপও দেওয়া হয়েছে। এই মুহূর্তে এটি Amazon থেকে 1,599 টাকায় কেনা যাবে। তাই আর দেরি না করে কিনে আনুন এই বালতি। এতে সহজেই জল গরম হয়ে যায়। এমনকি খরচও খুব একটা বেশি নয়। এই শীতে ঠান্ডা জলে স্নান না করে এই বালতিটি বাড়ি নিয়ে আসুন।